‘ফ্যাসিস্টের দোসর ও পাশের দেশ থেকে বিশৃঙ্খলার চেষ্টা ব্যর্থ’
ছবি: সংগৃহীত
ফ্যাসিস্টের দোসর ও পাশের দেশ থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
রবিবার (৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
বৈঠকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আসন্ন ছাত্র সংসদ নির্বাচন এবং আগামী জাতীয় নির্বাচন নিয়েও আলোচনা হয়।
উপদেষ্টা জানান, পার্বত্য এলাকায় একটি ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে যে অস্থিরতা তৈরি হয়েছিল, মেডিকেল পরীক্ষায় তার কোনো প্রমাণ মেলেনি।
তিনি বলেন, যে ধর্ষণের ঘটনাকে ঘিরে তুলকালাম কাণ্ড ঘটানো হয়েছিল, মেডিকেল রিপোর্টে সেই অভিযোগের কোনো আলামত পাওয়া যায়নি।
খাগড়াছড়ির ঘটনায় দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের প্রতিবেদনের তথ্য উদ্ধৃত করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তিন সদস্যের মেডিকেল টিমের নেতৃত্বে থাকা স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. জয়া চাকমা জানিয়েছেন—সব ধরনের পরীক্ষা-নিরীক্ষায় ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। আলামত পরীক্ষার ১০টি সূচকের সব কটিই স্বাভাবিক এসেছে।
চিকিৎসকদের সূত্রে জানা গেছে, সিভিল সার্জনের কাছে জমা দেওয়া প্রতিবেদনে ধর্ষণের পরীক্ষার ১০টি সূচকেই ‘স্বাভাবিক’ লেখা রয়েছে, যার অর্থ—ধর্ষণের কোনো প্রমাণ পাওয়া যায়নি।
আরও পড়ুন: প্রতিবেশী দেশের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা: স্বরাষ্ট্র উপদেষ্টা
উল্লেখ্য, খাগড়াছড়িতে এক মারমা কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন জেলায় অবরোধ কর্মসূচি ডাকে জুম্ম ছাত্র-জনতা নামের একটি সংগঠন। উত্তেজনা ছড়িয়ে পড়লে প্রশাসন খাগড়াছড়ি জেলায় ১৪৪ ধারা জারি করে। তবে সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে তিনজন নিহত হয়। ১ অক্টোবর চিকিৎসকরা মেডিকেল রিপোর্টে জানান, কোনো ধর্ষণের আলামত পাওয়া যায়নি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী এবং পাহাড়ের সাধারণ জনগণের সহযোগিতায় ঘটনাটি আমরা সুন্দরভাবে মোকাবিলা করতে সক্ষম হয়েছি। ইতিমধ্যে পার্বত্য এলাকায় অবরোধ ও ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে।
জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, দুর্গাপূজায় পাশের দেশে প্রধান উপদেষ্টার প্রতিকৃতি বানানো এবং দেশে অসুরের মুখে দাঁড়ি ব্যবহার একই সূত্রে গাঁথা। এর মধ্য দিয়েই ফ্যাসিস্টের দোসর ও পাশের দেশ থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালানো হচ্ছে।
তিনি বলেন, কয়েকটি পূজা মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে ধর্মীয় অনুভূতি উসকে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় ভূমিকা, গোয়েন্দা নজরদারি ও পূজা উদ্যাপন কমিটির সহযোগিতায় সেই চক্রান্ত ব্যর্থ হয়েছে।
উপদেষ্টা আরও যোগ করেন, দেশের ভেতরে ও বাইরে থেকে কিছু গোষ্ঠী পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা চালাচ্ছিল। জনগণের সহযোগিতা ও গোয়েন্দা তৎপরতার কারণে আমরা সেই ষড়যন্ত্র নস্যাৎ করতে সক্ষম হয়েছি।
খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহারের কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে সেখানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক এবং জনজীবন স্বাভাবিকভাবে চলছে।
বৈঠকে উপস্থিত ছিলেন প্রশাসন, পুলিশ, সেনা, ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নিউজবাংলাদেশ.কম/পলি








