জাতিসংঘে প্রার্থিতা ছাড়ায় বাংলাদেশের প্রতি ফিলিস্তিনের কৃতজ্ঞতা
ছবি: সংগৃহীত
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতির পদে প্রার্থিতা প্রত্যাহার করে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানানোর জন্য বাংলাদেশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে ঢাকার ফিলিস্তিন দূতাবাস।
শুক্রবার (৩ অক্টোবর) দূতাবাস থেকে পাঠানো এক আনুষ্ঠানিক বার্তায় এ কৃতজ্ঞতা জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশের এই সিদ্ধান্তকে “একটি মহৎ পদক্ষেপ” হিসেবে আখ্যায়িত করা হচ্ছে, যা দুই দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক বন্ধুত্ব ও অটল সংহতির প্রতিফলন ঘটায়।
দূতাবাসের বার্তায় আরও উল্লেখ করা হয়েছে, জাতিসংঘের মতো এক গুরুত্বপূর্ণ মঞ্চে বাংলাদেশের এই অবস্থান কেবল রাজনৈতিক নয়, বরং নৈতিক দায়বদ্ধতার বহিঃপ্রকাশ। এটি বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে ফিলিস্তিনের ন্যায্য অধিকার এবং স্বাধীনতার সংগ্রামের প্রতি অবিচল সমর্থনকে পুনঃনিশ্চিত করে।
আরও পড়ুন: ফ্লোটিলা সদস্যদের আটকের ঘটনায় বাংলাদেশের নিন্দা
বার্তায় বলা হয়, এই মহৎ সিদ্ধান্ত দুই জাতির মধ্যে সহযোগিতা এবং পারস্পরিক সমর্থনের দৃঢ় বন্ধনকে আরও সুদৃঢ় করে।
উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশ সরকার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেদের সরিয়ে নেওয়ার আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়।
সরকার বলেছে, ফিলিস্তিনের প্রতি সমর্থন জানানোর উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
তবে সরকারি পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, ভবিষ্যতে বাংলাদেশ এই পদের প্রতি আগ্রহী থাকবে এবং উপযুক্ত সময়ে পুনরায় প্রার্থিতা বিবেচনা করবে।
বাংলাদেশের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে কূটনৈতিক মহলে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।
বিশ্লেষকদের মতে, এটি আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ঐতিহাসিক অবস্থান— ফিলিস্তিনের ন্যায্য অধিকার ও স্বাধীনতার প্রশ্নে একাত্মতা—কে আবারও দৃশ্যমান করেছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








