News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৫৩, ২৭ আগস্ট ২০২৫

উপদেষ্টা বশীরউদ্দীন বিমানের চেয়ারম্যান 

উপদেষ্টা বশীরউদ্দীন বিমানের চেয়ারম্যান 

বেসামরিক বিমান চলাচল ও পর্যটন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ফাইল ছবি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

মঙ্গলবার বিমানের নতুন চেয়ারম্যান হিসেবে বশিরউদ্দীনের দায়িত্ব নেওয়ার প্রজ্ঞাপন জারি করেছে বিমান মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে, বাংলাদেশ বিমান আইনে অর্পিত সরকারের ক্ষমতাবলে ‘দ্যা কোম্পানিজ অ্যাক্টের’ আওতায় “আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন অব বিমান বাংলাদেশ লিমিটেড” এর অনুচ্ছেদ ৫১ এর অনুযায়ী মন্ত্রণালয়ের উপদেষ্টাকে বিমান বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান করা হয়েছে।

আরও পড়ুন: ঢাকার সব বাস চলবে একক ব্যবস্থায়: প্রেস উইং

এদিকে বিমানের বর্তমান চেয়ারম্যান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরীর নিয়োগ বাতিল করা হয়েছে।

গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর ২০২৪ সালের ১৯ আগস্ট বিমান বাংলাদেশের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সটির সাবেক চেয়ারম্যান ও এমডি মুয়ীদ চৌধুরী।

২০০৯ সালে আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর নিয়োগ পাওয়ার ১৯ দিনের মাথায় বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে সরানো হয় মুয়ীদ চৌধুরীকে।

১৯৯১ সালে বিএনপি সরকারের আমলে মুয়ীদ চৌধুরী বিমান বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও সিইওয়ের দায়িত্ব পালন করেন। ১৯৯৪ সাল পর্যন্ত তিনি এ দায়িত্বে থাকেন। ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার দায়িত্ব পালন করেন মুয়ীদ চৌধুরী।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়