News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:১২, ১৮ আগস্ট ২০২৫

দেশের বিভিন্ন স্থানে এখনও অব্যাহত মব জাস্টিস: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশের বিভিন্ন স্থানে এখনও অব্যাহত মব জাস্টিস: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগৃহীত

ঢাকার আশেপাশে মব জাস্টিসের ঘটনা কমলেও দেশের বিভিন্ন স্থানে এখনো গণপিটুনি বা মব জাস্টিস চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। 

সোমবার (১৮ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ১২তম সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এই সভায় দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মব জাস্টিস সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, ছিনতাই ও চাঁদাবাজি রোধ, এবং শীর্ষ সন্ত্রাসীদের জামিনের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। 

এছাড়াও, সদ্য ঘটে যাওয়া জুলাই হত্যাকাণ্ডের মামলার অগ্রগতি নিয়েও পর্যালোচনা করা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আসন্ন নির্বাচনের আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন বাহিনীর সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। এই লক্ষ্যে ১৫ হাজার ৮৫১ জন পুলিশ সদস্য, ৪ হাজার ৪৬৯ জন বিজিবি সদস্য, ৫ হাজার ৫৫১ জন আনসার সদস্য, ১ হাজার ৫৫৮ জন কারা এবং ২০৮ জন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্য নতুনভাবে নিয়োগ দেওয়া হয়েছে। 

এসব নিয়োগের মধ্যে কিছু নতুন সৃষ্ট পদ এবং কিছু শূন্য পদ ছিল। নিয়োগপ্রাপ্ত পুলিশ সদস্যরা সাব-ইন্সপেক্টর থেকে কনস্টেবল পর্যন্ত বিভিন্ন পদে যোগদান করেছেন, আর বিজিবি ও আনসারে কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হয়েছে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সরকার মব জাস্টিস বা গণপিটুনির মতো ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে বদ্ধপরিকর। 

আরও পড়ুন: নির্বাচনমুখী জনগণকে কেউ থামাতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

সম্প্রতি রংপুরে ঘটে যাওয়া মব জাস্টিসের একটি ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, যদিও ঢাকায় এ ধরনের ঘটনা কমেছে, তবুও ঢাকার আশপাশের এলাকাগুলোতে এখনও কিছু ঘটনা ঘটছে। এসব রোধে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আমরা চাই সাধারণ জনগণ বা নির্দোষ জনগণ কোনোভাবেই যেন হয়রানির শিকার না হয়। আর যে দোষী, সে কোনো অবস্থায় ছাড়া পাবে না। 

তিনি গণমাধ্যমকে উদ্দেশ্য করে বলেন, আমরা সবসময় ছোট মাছগুলো ধরি। বড় রুই মাছ সবসময় ছাড়া পেয়ে যায়। এখন একটা বড় মাছ ধরা পড়েছে, তাই আপনারা সবাই লেগে গেছেন। কিন্তু ছোটখাটো অপরাধীদের সম্পর্কে কেউ কিছু বলছেন না। নির্দোষ কোনো মানুষ, সে ছোট বা বড় যেই হোক, যদি হয়রানির শিকার হয়, তবে আপনারা তার সম্পর্কে বলুন।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জাহাঙ্গীর আলম চৌধুরী। ১৫ আগস্টকে ঘিরে ফুল দেওয়ার ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো নিষেধাজ্ঞা ছিল কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ফুল দেওয়ার বিষয়ে তার কোনো নিষেধাজ্ঞা আছে বলে জানা নেই। তবে যেকোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছিল।

মাইটিভির চেয়ারম্যানের বিরুদ্ধে মামলার প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে কোর্টকে জিজ্ঞাসা করেন। পুলিশের গ্রেফতার যদি অবৈধ হতো, তাহলে কোর্ট তাকে ছেড়ে দিত। কোর্ট কারো কথা শোনে না, তারা স্বাধীন।

পরিশেষে তিনি বলেন, আপনারা সবসময় সত্য ঘটনা বলে থাকেন, এজন্য আপনাদের ধন্যবাদ।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়