আলোচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম এবার সিলেটের ডিসি
ছবি: সংগৃহীত
ভ্রাম্যমাণ আদালতের সাহসী অভিযান, ভেজালবিরোধী লড়াই, এবং জনবান্ধব কর্মকাণ্ডের জন্য আলোচিত মো. সারোয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
বর্তমানে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
মো. সারোয়ার আলম ২৭তম বিসিএসে উত্তীর্ণ হয়ে ২০০৮ সালে প্রশাসন ক্যাডারে যোগ দেন। মাঠ প্রশাসনে কাজ করার সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ অভিযানে নেতৃত্ব দিয়ে তিনি আলোচনায় আসেন।
বিশেষ করে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনকালে দুর্নীতি, খাদ্য ও কসমেটিকসসহ বিভিন্ন পণ্যের ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন।
সারোয়ার আলমের শিক্ষাজীবন শুরু হয় ১৯৮৩ সালে তার নিজ বাড়ির পাশের ইসমাইল মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এরপর ১৯৯৩ সালে পাকুন্দিয়া পাইলট উচ্চবিদ্যালয় (বর্তমান পাকুন্দিয়া সরকারি উচ্চবিদ্যালয়) থেকে এসএসসি এবং ১৯৯৫ সালে কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে ২০০৫ সালে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর সম্পন্ন করেন।
ব্যক্তিগত জীবনে সারোয়ার আলম ২০০৯ সালে চট্টগ্রামের মেয়ে সানজিদা শারমিন লিন্ডাকে বিয়ে করেন। এই দম্পতির চার মেয়ে রয়েছে: মাহরিন সামারা, নাজিফা সাফরিন, তানহা এবং মানহা।
এই নিয়োগের মাধ্যমে সিলেট জেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় তার অভিজ্ঞতা ও জনবান্ধব ভাবমূর্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








