News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪৩, ১৭ আগস্ট ২০২৫

রোহিঙ্গা সংকট সমাধানে বড় সুযোগ কক্সবাজার সম্মেলন: খলিলুর রহমান

রোহিঙ্গা সংকট সমাধানে বড় সুযোগ কক্সবাজার সম্মেলন: খলিলুর রহমান

ছবি: সংগৃহীত

রোহিঙ্গা সংকটের একটি দ্রুত ও স্থায়ী সমাধান খুঁজে বের করার লক্ষ্যে আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘের উদ্যোগে একটি বড় আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

এই সম্মেলনের প্রস্তুতির অংশ হিসেবে আগামী ২৫ আগস্ট কক্সবাজারে ‘অংশীজন সংলাপ: রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের সম্মেলনে আলোচনার জন্য প্রাপ্ত বার্তা’ শীর্ষক একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা হচ্ছে।

রবিবার (১৭ আগস্ট) জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের ব্রিফ করেন। তিনি রোহিঙ্গা পরিস্থিতির বর্তমান চিত্র তুলে ধরে কক্সবাজারের আসন্ন সম্মেলনে অংশগ্রহণের জন্য কূটনীতিকদের প্রতি আহ্বান জানান।

ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন, সিঙ্গাপুর, তুরস্ক, দক্ষিণ কোরিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, কাতার, সৌদি আরবসহ ৫০টিরও বেশি দেশের মিশন প্রধান ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ড. খলিলুর রহমান সাংবাদিকদের জানান, একসময় রোহিঙ্গা ইস্যুটি আন্তর্জাতিক আলোচনার তালিকা থেকে প্রায় হারিয়ে যাচ্ছিল। এই পরিস্থিতিতে গত বছর প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ পরিষদে গিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের আহ্বান জানান। তার এই আহ্বানে তাৎক্ষণিকভাবে সাড়া পাওয়া যায় এবং ১০৬টি দেশ এই সম্মেলনকে কো-স্পন্সর করে। সর্বসম্মতিক্রমে জাতিসংঘ সাধারণ পরিষদ এই সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নেয়। 

তিনি বলেন, এখন এ বিষয়ে যথেষ্ট আন্তর্জাতিক সমর্থন রয়েছে।

আরও পড়ুন: ঢাকায় বিদেশি কূটনীতিকদের ব্রিফিং দেবেন ড. খলিলুর রহমান

নিরাপত্তা উপদেষ্টা আরও বলেন, আসন্ন এই সম্মেলনটি রোহিঙ্গাদের জন্য এবং বিশ্ব সম্প্রদায়ের জন্য একটি স্থায়ী ও কার্যকর সমাধান খুঁজে বের করার পথনির্দেশিকা দেওয়ার একটি বড় সুযোগ। যেহেতু রোহিঙ্গারা জাতিসংঘের সদস্য নয়, তাই তাদের কণ্ঠস্বর, আশা-আকাঙ্ক্ষা এবং স্বপ্নগুলোকে এই সম্মেলনে তুলে ধরার দায়িত্ব বাংলাদেশ পালন করছে।

২৫ আগস্টের কক্সবাজার সম্মেলনের বিষয়ে জানতে চাইলে ড. খলিলুর রহমান বলেন, সবচেয়ে বড় কথা হলো আমরা এই সমস্যার আশু ও স্থায়ী সমাধান চাই। আপনি আন্তর্জাতিক সাহায্য দিয়ে কতদিন রাখবেন, তাদের তো বাড়িঘরে ফিরতে হবে। সেটাই আসল কথা।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক সাহায্য কমে গেলে এর প্রতিক্রিয়া বাংলাদেশের স্থানীয় জনগোষ্ঠীর ওপর পড়ে। সাহায্য অব্যাহত রাখার চেষ্টা চলছে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রোহিঙ্গাদের নিজ বাসভূমে নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন।

কক্সবাজারের সম্মেলনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে যোগ দিতে পারেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন। 

এছাড়া, এতে কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রী, রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক দূত, বিদেশে বাংলাদেশ মিশন এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ৩০ সেপ্টেম্বরের পর ৬ ডিসেম্বর কাতারের দোহায় আরেকটি রোহিঙ্গাবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়