নির্বাচন বৈধ না হলে আয়োজনের কোনো মানে নেই: ড. ইউনূস
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন যদি বৈধ না হয় তাহলে তা আয়োজনের কোনো মানে হয় না।
সম্প্রতি মালয়েশিয়ায় সরকারি সফরে গিয়ে চ্যানেল নিউজ এশিয়াকে (সিএনএ) এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। ড. ইউনূস বলেন, “আমি নিশ্চিত করবো, সবার কাছে গ্রহণযোগ্য, পরিচ্ছন্ন এবং উপভোগ্য একটি নির্বাচন হয়। আমাদের অনেক কিছু সংস্কার করতে হবে, কারণ বর্তমান রাজনৈতিক ব্যবস্থা কারচুপি এবং অপব্যবহার হয়েছে।”
সাক্ষাৎকারে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গেও কথা বলেন। তিনি জানান, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে শেখ হাসিনাকে নিয়ে আলোচনা করেছেন।
তিনি বলেন, “ভারতে হাসিনাকে চুপ রাখা সম্ভব হবে না। আমরা হাসিনাকে আনার জন্য যুদ্ধ করব না। মোদি যদি চান, তিনি তাকে রাখতে পারেন, তবে তার বিরুদ্ধে আমাদের বিচার চলবে। বাংলাদেশে হাসিনাকে অস্থিতিশীল করার সুযোগ দেওয়া যাবে না, কারণ এখনও তার অনেক সমর্থক রয়েছে।”
আরও পড়ুন: ১৫ আগস্ট: শোক দিবস পালন থেকে অব্যাহতি পেল মন্ত্রিপরিষদ
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক বিষয়ে ড. ইউনূস বলেন, “আমাদের পাকিস্তান, চীন ও ভারতের সঙ্গে ভালো সম্পর্ক আছে। ভারত চাইলে বাংলাদেশে বিনিয়োগ করতে পারে, এবং যে কোনো দেশ বিনিয়োগ করতে পারে। বিষয় হলো সুযোগের সঠিক ব্যবহার। শুধু চীনকে নয়, নেপাল ও ভুটানকেও অর্থনৈতিক অঞ্চলে অন্তর্ভুক্ত করা সম্ভব। ভারতের সেভেন সিস্টার্সও এই অঞ্চলে থাকতে পারে। বঙ্গোপসাগরের মাধ্যমে আমরা সুবিধা ভাগ করে নিতে পারি।”
নিউজবাংলাদেশ.কম/এসবি








