News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:১৮, ২৬ জুলাই ২০২৫

ভারতে থাকা কোনো রোহিঙ্গাদের গ্রহণ করা হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভারতে থাকা কোনো রোহিঙ্গাদের গ্রহণ করা হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ফাইল ছবি

বাংলাদেশের কোনো নাগরিক অবৈধভাবে ভারতে থাকলে তাকে যথাযথ প্রক্রিয়ায় দেশে ফেরত আনা হবে—তবে ভারতে অবস্থানরত কোনো রোহিঙ্গাকে বাংলাদেশ গ্রহণ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (২৬ জুলাই) সকালে নারায়ণগঞ্জের পুলিশ লাইন, র‌্যাব-১১ কার্যালয় (সিদ্ধিরগঞ্জ) ও বিজিবি-৬২ ব্যাটালিয়ন কার্যালয় (জালকুড়ি) পরিদর্শনের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “ভারত যেভাবে পুশ-ইন করছে তা অত্যন্ত নিন্দনীয়। বাংলাদেশ কারও বোঝা বহন করবে না। রোহিঙ্গা জনগোষ্ঠী মিয়ানমারের নাগরিক—তাদের বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা আমরা কোনোভাবেই মেনে নেব না।”

গেল জুলাই মাসে ঘটে যাওয়া গণঅভ্যুত্থান প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এই ঘটনায় দায়ের হওয়া অনেক মামলায় উদ্দেশ্যমূলকভাবে অসংখ্য নিরপরাধ ব্যক্তিকে আসামি করা হয়েছে, যার ফলে মামলার তদন্ত কাজ বিলম্বিত হচ্ছে। কোনো নিরীহ মানুষ যাতে হয়রানির শিকার না হয়, সেদিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।”

আরও পড়ুন: মুক্তিযুদ্ধের ওহিদুর বাহিনীর অধিনায়ক আর নেই

তিনি আরও জানান, সুষ্ঠু তদন্ত শেষে যথাযথ অভিযোগপত্র দাখিল করা হবে।

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “ভোটের সময় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন থেকেই তৎপর রয়েছে। অভ্যুত্থানে লুট হওয়া অস্ত্রসহ সারাদেশে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলছে।”

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়