News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:২১, ২৩ জুলাই ২০২৫

বিমান দুর্ঘটনায় দগ্ধ ৮ জন আশঙ্কাজনক, ১৩ গুরুতর

বিমান দুর্ঘটনায় দগ্ধ ৮ জন আশঙ্কাজনক, ১৩ গুরুতর

ছবি: সংগৃহীত

উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তে ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত ৪৪ জন রোগী বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক ও আইসিইউতে রাখা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক অধ্যাপক মো. নাসির উদ্দীন।

এছাড়াও, ১৩ জনের অবস্থা গুরুতর এবং বাকি ২৩ জনের অবস্থা মাঝারি পর্যায়ে রয়েছে।

বুধবার (২৩ জুলাই) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন তিনি। 

তিনি জানান, দুর্ঘটনার পর থেকে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ১১ জন শিশু মৃত্যু বরণ করেছে। মোট ৪৪ জনের মধ্যে ৩৭ জন শিশু, যারা গুরুতর দগ্ধ অবস্থায় রয়েছেন।

বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড নিয়মিত রোগীদের অবস্থার নিবিড় পর্যবেক্ষণ চালাচ্ছে। বোর্ডে সিঙ্গাপুর থেকে আগত একজন সিনিয়র কনসালট্যান্টও আছেন, যিনি চিকিৎসা পদ্ধতিতে প্রয়োজনীয় পরিবর্তন ও রোগীর অবস্থার মূল্যায়ন করছেন।

আরও পড়ুন: মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: নিহত বেড়ে ৩২, অনেকের অবস্থা আশঙ্কাজনক

অধ্যাপক নাসির উদ্দীন বলেন, দগ্ধ রোগীদের অবস্থা দ্রুত পরিবর্তনশীল হওয়ায় ৪৮ ঘণ্টার মধ্যে রোগীদের বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে কি না সে বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। 

তিনি আরও বলেন, চিকিৎসা সরঞ্জামের কোনো ঘাটতি নেই এবং প্রয়োজন হলে রক্তের ব্যবস্থা করা হবে।

বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানান, বর্তমানে সকল রোগীর উন্নত ও বিশেষায়িত চিকিৎসা চলমান রয়েছে। সরকারি ও বেসরকারি পর্যায়ে চিকিৎসা সেবা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে।

এই ভয়াবহ দুর্ঘটনার পর উত্তরা এলাকার বিভিন্ন হাসপাতাল এবং জরুরি সেবায় কর্মরতরা একযোগে কাজ করে আহতদের তত্পর চিকিৎসা নিশ্চিত করেছেন।

এদিকে, দুর্ঘটনার তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানা গেছে। আহত শিশুদের জন্য মানসিক স্বাস্থ্য সহায়তা ব্যবস্থাও প্রণয়ন করা হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়