News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:২৯, ১২ জুলাই ২০২৫

ব্যবসায়ী সোহাগ হত্যা: মাহিন ৫, রবিন ২ দিনের রিমান্ডে

ব্যবসায়ী সোহাগ হত্যা: মাহিন ৫, রবিন ২ দিনের রিমান্ডে

গ্রেফতার মহিন (বায়ে) ও রবিন। ছবি: সংগৃহীত

ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল এলাকার ভাঙাড়ি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যা মামলায় গ্রেফতার হওয়া মাহমুদুল হাসান মাহিনকে পাঁচ দিনের এবং অস্ত্র আইনের মামলায় গ্রেফতার তারেক রহমান রবিনকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (১১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোহাগ হত্যা মামলায় মাহিন এবং অস্ত্র মামলায় রবিনকে জিজ্ঞাসাবাদের জন্য পৃথক রিমান্ডে নিয়েছে পুলিশ।

এর আগে, ঢাকার কোতোয়ালি থানায় দুটি মামলা করা হয়-একটি হত্যা এবং অপরটি অস্ত্র আইনে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এই ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে যৌথবাহিনীর অভিযানে এজহারভুক্ত আসামি মাহমুদুল হাসান মাহিন (৪১) ও তারেক রহমান রবিন (২২) গ্রেফতার হন। রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তলও উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ব্যবসায়িক বিরোধ এবং পূর্ব শত্রুতার জেরে সোহাগকে হত্যা করা হয়। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে এবং জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশে নতুন রোহিঙ্গা দেড় লাখ: জাতিসংঘ

উল্লেখ্য, গত ৯ জুলাই (বুধবার) সন্ধ্যা ৬টায় মিটফোর্ড হাসপাতালের সামনে সোহাগকে পিটিয়ে এবং ইট-পাথর দিয়ে মাথা থেঁতলে নির্মমভাবে হত্যা করা হয়। হত্যার পর মরদেহের ওপরও চলে বর্বরতা। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ঘটনার প্রেক্ষিতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক রজ্জব আলী পিন্টু এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকিকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছে যুবদল। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে দলটি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়