News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২২:১২, ১১ জুলাই ২০২৫

বাংলাদেশে নতুন রোহিঙ্গা দেড় লাখ: জাতিসংঘ

বাংলাদেশে নতুন রোহিঙ্গা দেড় লাখ: জাতিসংঘ

ছবি: সংগৃহীত

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান দমন-পীড়ন ও সহিংসতার কারণে গত এক বছর ছয় মাসে বাংলাদেশে নতুন করে প্রায় দেড় লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। 

শুক্রবার (১১ জুলাই) জেনেভা থেকে প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ২০১৭ সালের আগস্টের পর এটি রোহিঙ্গাদের দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশে আগমন।

ইউএনএইচসিআর’র তথ্যমতে, নতুন আশ্রয়প্রার্থীদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। জুন ২০২৫ পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে প্রায় ১ লাখ ২১ হাজার নতুন রোহিঙ্গাকে শনাক্ত করা হয়েছে, তবে ক্যাম্পে বসবাসরত অনেকে এখনও আনুষ্ঠানিক নিবন্ধনের বাইরে রয়েছেন।

বর্তমানে কক্সবাজার জেলার মাত্র ২৪ বর্গকিলোমিটার আয়তনের এই শরণার্থী এলাকা বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ শিবিরে পরিণত হয়েছে, যেখানে প্রায় ১০ লক্ষ রোহিঙ্গা বসবাস করছে। এর মধ্যে গত ১৮ মাসে আগত নতুনরা বিদ্যমান মানবিক সহায়তার ওপর মারাত্মক চাপ সৃষ্টি করেছে।

সংস্থাটি আরও জানিয়েছে, খাদ্য, চিকিৎসা, শিক্ষা ও আশ্রয়ের মতো মৌলিক সেবা বর্তমানে সংকটাপন্ন। বিশ্বব্যাংকসহ বিভিন্ন আন্তর্জাতিক দাতাগোষ্ঠীর অর্থ সংকটের কারণে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে স্বাস্থ্যসেবা বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। তদুপরি, চলতি বছরের শেষ পর্যন্ত খাদ্য সহায়তা সম্পূর্ণ বন্ধ হওয়ার সম্ভাবনাও প্রবল। এর প্রভাবে প্রায় দুই লাখ ৩০ হাজার রোহিঙ্গা শিশুর শিক্ষা কার্যক্রমও স্থগিত হওয়ার ঝুঁকিতে রয়েছে, যাদের মধ্যে নতুন আগত শিশু সংখ্যা প্রায় ৬৩ হাজার।

এই সংকটে রোহিঙ্গাদের মধ্যে হতাশা, নিরাপত্তাহীনতা ও ভবিষ্যৎ অনিশ্চয়তা বৃদ্ধি পেয়েছে। অনেকে ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে আরও দূরের দেশে যাওয়ার চেষ্টা করছেন।

ইউএনএইচসিআর আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানাচ্ছে, রাখাইন রাজ্যে স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বাংলাদেশসহ আশ্রয়দাতা দেশগুলোকে রোহিঙ্গাদের জন্য প্রয়োজনীয় জীবনরক্ষাকারী সহায়তা অব্যাহত রাখতে হবে। পাশাপাশি, মিয়ানমারে স্বেচ্ছায় ও নিরাপদ প্রত্যাবাসনের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতেও গুরুত্বারোপ করেছে সংস্থাটি।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়