News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৪৬, ২ অক্টোবর ২০২৫

গাজার পথে অটল ফ্লোটিলা ‘কনসায়েন্স’, শহিদুল আলমের ভিডিও বার্তা

গাজার পথে অটল ফ্লোটিলা ‘কনসায়েন্স’, শহিদুল আলমের ভিডিও বার্তা

ছবি: সংগৃহীত

তীব্র ঝড়ো আবহাওয়া ও বহরের সামনের জাহাজগুলোতে হামলার খবর সত্ত্বেও গাজামুখী পথে এগিয়ে চলেছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সবচেয়ে বড় জাহাজ ‘কনসায়েন্স’।

বৃহস্পতিবার (২ অক্টোবর)  জাহাজে থাকা বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম নিজের ফেসবুক লাইভে এ তথ্য জানান।

লাইভে শহিদুল আলম বলেন, গ্রিক কর্তৃপক্ষের কাছ থেকে ঝড়ের সতর্কতা এলেও জাহাজটি থামেনি। ক্যাপ্টেন ঝড়ের কবল এড়াতে গত রাতেই জাহাজের গতি বাড়ান। তিনি জানান, “ঝড় ও বিদ্যুৎ চমকানো বন্ধ হয়েছে, বৃষ্টিও থেমে গেছে। আমাদের জাহাজটি বর্তমানে বাকি বহর থেকে কিছুটা পিছিয়ে আছে।”

শহিদুল আলম আরও বলেন, “সামনের জাহাজগুলোতে আক্রমণ হয়েছে। তবুও আমরা দমে যাইনি। আমরা গাজার পথে এগিয়ে চলেছি। অবরোধ ভাঙব। ফিলিস্তিন মুক্ত হবে।”

আরও পড়ুন: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, উপকূলে ঝড়ো হাওয়া

অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রয়োজনীয় ত্রাণ পৌঁছে দেওয়া এবং ইসরায়েলের নৌ অবরোধের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ অভিযানে অংশ নিয়েছে ৪৫টিরও বেশি বেসামরিক নৌযান। এসব নৌযানে প্রায় ৫০০ যাত্রী রয়েছেন, যাদের মধ্যে আছেন বিভিন্ন দেশের আইনপ্রণেতা, মানবাধিকারকর্মী ও শান্তিকর্মী।
 

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়