News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:০০, ১ অক্টোবর ২০২৫

আইজিপির নামে ভুয়া ফটোকার্ড প্রচার নিয়ে পুলিশের সতর্কবার্তা

আইজিপির নামে ভুয়া ফটোকার্ড প্রচার নিয়ে পুলিশের সতর্কবার্তা

ছবি: সংগৃহীত

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের নামে একটি ফটোকার্ডে জামিন সম্পর্কিত বক্তব্য প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ ভুয়া ও অসত্য।

বুধবার (১ অক্টোবর) পুলিশ সদর দপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফটোকার্ডে উল্লেখিত— ‘গ্রেফতারকৃত বড় অপরাধীরা দুই-তিন দিনের মধ্যে জামিনে বের হয়ে যায়, কিভাবে তা বোধগম্য নয়’—এ ধরনের মন্তব্য আইজিপি করেননি।

পুলিশ সদর দপ্তর জানায়, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এক প্রেস কনফারেন্সে আইজিপির বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করে ওই ফটোকার্ড তৈরি ও প্রচার করা হয়েছে।

আরও পড়ুন: এবারের ভোট হবে দিনের বেলায়, রাতে নয়: ধর্ম উপদেষ্টা 

হেডকোয়ার্টার্সের মিডিয়া উইং এ ধরনের ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের তীব্র প্রতিবাদ জানিয়ে উদ্দেশ্যমূলকভাবে এ ধরনের প্রচারণা থেকে বিরত থাকার জন্য সবাইকে সতর্ক করেছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়