News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:০৮, ২৫ আগস্ট ২০২৫

কক্সবাজারে প্রধান উপদেষ্টা ইউনূস

কক্সবাজারে প্রধান উপদেষ্টা ইউনূস

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে স্টেকহোল্ডারদের সংলাপে যোগ দিতে কক্সবাজারে পৌঁছেছেন।

সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টার দিকে তিনি কক্সবাজার পৌঁছান। বেলা ১১টা থেকে বাংলাদেশ টেলিভিশনে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

উখিয়ার ইনানীর হোটেল বে ওয়াচে রোববার (২৪ আগস্ট) থেকে শুরু হয়েছে ৩ দিনের সম্মেলন ‘টেক অ্যাওয়ে টু দ্যা হাই-লেভেল কনফারেন্স অন দ্যা রোহিঙ্গা সিচুয়েশন’। এটি যৌথভাবে আয়োজন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং রোহিঙ্গা ইস্যু বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দপ্তর।

আরও পড়ুন: বাংলাদেশ সরকারের প্রশংসা করল যুক্তরাষ্ট্র

সম্মেলন থেকে প্রস্তাব ও বক্তব্যগুলো আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘে অনুষ্ঠেয় সম্মেলনে উপস্থাপন করবে সরকার।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়