News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:৩১, ২৪ আগস্ট ২০২৫
আপডেট: ২০:৩১, ২৪ আগস্ট ২০২৫

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধান উপদেষ্টা

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর  সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধান উপদেষ্টা

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী  ইসহাক দার।

রবিবার (২৪ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ  সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।  প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

এর আগে  শনিবার (২৩ আগস্ট) দুপুর আড়াইটার পরে পাকিস্তানের বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

আরও পড়ুন: আবু সাঈদ হত্যা মামলার আসামি পুলিশ কর্মকর্তা ভারতে গ্রেফতার

প্রায় ১৩ বছর পর কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে আসা এই সফরকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়