News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:১৬, ২৪ আগস্ট ২০২৫
আপডেট: ১৩:১৭, ২৪ আগস্ট ২০২৫

ঢাকা-পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে এক চুক্তি ও ৫ সমঝোতা সই

ঢাকা-পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে এক চুক্তি ও ৫ সমঝোতা সই

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে দুই দেশের মধ্যে একটি চুক্তি এবং পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

রবিবার (২৪ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে রাজধানীর একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সই হওয়া চুক্তি ও সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে- সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ, বাণিজ্যবিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন, সংস্কৃতি বিনিময় কর্মসূচি, ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা, দুই রাষ্ট্রীয় বার্তা সংস্থার মধ্যে সমঝোতা।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ও পাকিস্তানের ইসলামাবাদ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (আইপিআরআই) মধ্যে সহযোগিতা

বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পাকিস্তানের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেয়।

আলোচনায় একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা, মুক্তিযুদ্ধের আগে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া সম্পদের হিস্যা, ব্যবসা-বিনিয়োগ ও কৃষিসহ বিভিন্ন বিষয় গুরুত্ব পায়। দুই দেশই দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করে।

আরও পড়ুন: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা

প্রসঙ্গত, শনিবার দুপুরে দুই দিনের সফরে ঢাকায় পৌঁছান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম। বিকেলে তিনি বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠক করেন।

আজ সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করার কথা রয়েছে দারের।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়