News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:২৮, ২৩ আগস্ট ২০২৫

ঢাকায় তিন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

ঢাকায় তিন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি

ঢাকায় তিনদিনের সফরে আসা পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশের প্রধান বিরোধী রাজনৈতিক দল বিএনপি, পাশাপাশি জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 

এই উচ্চ-পর্যায়ের বৈঠকগুলো দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

শনিবার (২৩ আগস্ট) বিকেলে রাজধানীর গুলশানে পাকিস্তান হাইকমিশনে প্রথমে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন ইসহাক দার। 

এরপর জামায়াতে ইসলামী এবং সন্ধ্যায় বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপি: বিএনপির ৬ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বৈঠক শেষে কোনো বিএনপি নেতা সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। তবে, পাকিস্তানের পক্ষ থেকে এই সফরকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার একটি অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: ১৩ বছর পর ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

জামায়াতে ইসলামী: জামায়াতে ইসলামীর ৫ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলের নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, আলোচনায় দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও বাণিজ্য সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি সার্ককে সক্রিয় করার বিষয়ে জোর দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, গত ১৫ বছরে বাংলাদেশের পররাষ্ট্রনীতি একপেশে ছিল এবং মুসলিম বিশ্বের সঙ্গে সুসম্পর্ক থাকা জরুরি।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি): এনসিপির ৭ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সদস্যসচিব আখতার হোসেন। 

বৈঠক শেষে তিনি বলেন, বাংলাদেশের জনগণের চিন্তা এবং দুই দেশের মধ্যে বিদ্যমান শত্রুভাবাপন্ন সম্পর্ক উন্নত করার সুযোগ নিয়ে আলোচনা হয়েছে। তিনি এও মনে করেন যে, ১৯৭১ সালের ইস্যুগুলো নিয়ে এখন সমাধান হওয়া উচিত।

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার আজ রোববার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবনে তার স্বাস্থ্যের খোঁজ নিতে যাবেন। 

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। এই সাক্ষাৎ দুই দেশের মধ্যে কূটনৈতিক শিষ্টাচারের অংশ হলেও রাজনৈতিক মহলে এটি বিশেষ গুরুত্ব পাচ্ছে।

ইসহাক দার তার সফরকালে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-এর সঙ্গেও বৈঠক করবেন বলে জানা গেছে। এই বৈঠকগুলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে পাকিস্তানের আনুষ্ঠানিক যোগাযোগের প্রতিফলন।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই বৈঠকগুলো এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সরাসরি বৈঠক দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশিদের আগ্রহের ইঙ্গিত দেয়। তবে, এসব বৈঠকের সুদূরপ্রসারী প্রভাব কী হবে, তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়