জাতীয় নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত, চলতি সপ্তাহেই প্রকাশ
ফাইল ছবি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। চলতি সপ্তাহেই এই চূড়ান্ত রোডম্যাপ প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
সোমবার (১৮ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।
আখতার আহমেদ বলেন, নির্বাচনের সকল ধাপের বিস্তারিত কর্মপরিকল্পনা এই রোডম্যাপে উল্লেখ থাকবে, যার মধ্যে প্রার্থী মনোনয়ন, যাচাই-বাছাই, প্রচার-প্রচারণা, ভোটগ্রহণ ও ফলাফল প্রকাশের তারিখ অন্তর্ভুক্ত থাকবে।
নির্বাচন কমিশন সচিব আরও জানান, সীমানা নির্ধারণের বিষয়ে ৮২টি আসনের বিপরীতে শুনানি আগামী ২৪ আগস্ট থেকে শুরু হবে এবং টানা চার দিন ধরে চলবে।
আরও পড়ুন: রবিবার থেকে আসনসীমা পুনর্নির্ধারণ শুনানি শুরু করবে ইসি
ভোটকেন্দ্র প্রসঙ্গে তিনি বলেন, এবার ভোটকেন্দ্রের সংখ্যা বাড়ানো হচ্ছে না। তবে, ভোটারদের সুবিধার জন্য কিছু পরিবর্তন আনা হচ্ছে। এবার থেকে তিন হাজার ভোটারের জন্য একটি করে ভোটকেন্দ্র থাকবে। এছাড়া, প্রতিটি বুথে ভোটারের সংখ্যা ৫০০ থেকে বাড়িয়ে ৬০০ করা হবে।
আখতার আহমেদ আরও জানান, নিবন্ধন পাওয়ার জন্য আবেদন করা ২২টি রাজনৈতিক দলের কার্যক্রম তদন্তের জন্য মাঠপর্যায়ে চিঠি পাঠানো হয়েছে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, এই রোডম্যাপ প্রকাশ হলে নির্বাচন সংক্রান্ত সকল কার্যক্রমের একটি স্বচ্ছ ও সুস্পষ্ট রূপরেখা পাওয়া যাবে, যা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সহায়ক হবে।
নিউজবাংলাদেশ.কম/পলি








