রবিবার থেকে আসনসীমা পুনর্নির্ধারণ শুনানি শুরু করবে ইসি
ফাইল ছবি
সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে দাবি-আপত্তির শুনানি আগামী রবিবার (২৪ আগস্ট) থেকে শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১৮ আগস্ট) কমিশনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
ইসি জানায়, ২৪ আগস্ট কুমিল্লা অঞ্চলের ৬৮৩টি দাবি-আপত্তি শোনা হবে। ২৫ আগস্ট খুলনা অঞ্চলের ৯৮টি, বরিশালের ৩৮১টি ও চট্টগ্রামের ২০টি দাবি-আপত্তির শুনানি হবে। ২৬ আগস্ট ঢাকার ৩১৬টি শুনানি অনুষ্ঠিত হবে। ২৭ আগস্ট রংপুরের ৭টি, রাজশাহীর ২৩২টি, ময়মনসিংহের ৩টি, ফরিদপুরের ১৮টি ও সিলেট অঞ্চলের ২টি দাবি-আপত্তি শুনানি হবে।
গত ১০ আগস্ট পর্যন্ত মোট ৮৩টি আসন নিয়ে এক হাজার ৭৬০টি দাবি-আপত্তি জমা পড়ে ইসিতে। এগুলো নিষ্পত্তির পরই চূড়ান্ত সীমানা প্রকাশ করা হবে।
এর আগে ৩০ জুলাই ৩০০ আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করে ইসি। এতে ভোটার সংখ্যার ভারসাম্য আনতে গাজীপুরে একটি আসন বাড়িয়ে ছয়টি করা হয়। আর বাগেরহাটে চারটি থেকে কমিয়ে তিনটি আসনের প্রস্তাব করা হয়।
খসড়ায় ৩৯টি আসনের সীমানা পরিবর্তনের প্রস্তাব আনা হয়। এর মধ্যে রয়েছে পঞ্চগড় ১ ও ২, রংপুর ৩, সিরাজগঞ্জ ১ ও ২, সাতক্ষীরা ৩ ও ৪, শরীয়তপুর ২ ও ৩, ঢাকা ২, ৩, ৭, ১০, ১৪ ও ১৯, গাজীপুর ১, ২, ৩, ৫ ও ৬, নারায়ণগঞ্জ ৩, ৪ ও ৫, সিলেট ১ ও ৩, ব্রাহ্মণবাড়িয়া ২ ও ৩, কুমিল্লা ১, ২, ১০ ও ১১, নোয়াখালী ১, ২, ৪ ও ৫, চট্টগ্রাম ৭ ও ৮ এবং বাগেরহাট ২ ও ৩ আসন।
আগে বাগেরহাটে চারটি আসন থাকলেও খসড়ায় সেটি কমিয়ে তিনটি করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী বাগেরহাট-১ থাকবে মোল্লারহাট, ফকিরহাট ও চিতলমারি; বাগেরহাট-২ হবে বাগেরহাট সদর, কচুয়া ও রামপাল; আর বাগেরহাট-৩ হবে মোংলা, মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলা নিয়ে।
আরও পড়ুন: প্রকৃতি-প্রতিবেশ নষ্ট হলে মাছ উৎপাদন বন্ধ হয়ে যাবে: প্রধান উপদেষ্টা
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, দেশের ৬৪ জেলার গড় ভোটার সংখ্যা ধরা হয়েছে ৪ লাখ ২০ হাজার ৫০০। সেই হিসাবে গাজীপুরে একটি আসন বাড়ানো হয়েছে এবং বাগেরহাটে একটি কমানো হয়েছে। এতে সীমানা সমন্বয় সহজ হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








