News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৩৮, ১৮ আগস্ট ২০২৫

ভাষাসংগ্রামী আহমদ রফিক হাসপাতালে ভর্তি

ভাষাসংগ্রামী আহমদ রফিক হাসপাতালে ভর্তি

ভাষাসংগ্রামী, প্রাবন্ধিক ও গবেষক আহমদ রফিক। ছবি: সংগৃহীত

ভাষাসংগ্রামী, প্রাবন্ধিক ও গবেষক আহমদ রফিকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (১৭ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে রাজধানীর নিউ ইস্কাটনের বাসা থেকে তাকে ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।

ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. ফারুক আহমেদ জানান, আহমদ রফিকের রক্তচাপ ও হার্ট রেট কিছুটা বেশি। শরীর অত্যন্ত দুর্বল এবং ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতা থেকে এ অবস্থা তৈরি হয়েছে। অধ্যাপক ডা. নূর মোহাম্মদ ও অধ্যাপক ডা. সোহরাব উজ জামানের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

দীর্ঘদিন ধরে এই বরেণ্য ব্যক্তিত্ব নানা বয়সজনিত জটিলতায় ভুগছেন। মেরুদণ্ডে চিড়সহ শারীরিক সমস্যার কারণে চলাফেরায় তিনি অনেকটা অক্ষম হয়ে পড়েছেন।

আরও পড়ুন: হাররুনসহ পুলিশের ৮ কর্মকর্তা বরখাস্ত

বাংলা ভাষা আন্দোলনের অন্যতম পুরোধা আহমদ রফিক গবেষণা, প্রবন্ধ ও নিবন্ধের মাধ্যমে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতিতে অসামান্য অবদান রেখেছেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়