News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৫৯, ১৮ আগস্ট ২০২৫
আপডেট: ১৫:০১, ১৮ আগস্ট ২০২৫

হারুনসহ পুলিশের ১৮ কর্মকর্তা বরখাস্ত

হারুনসহ পুলিশের ১৮ কর্মকর্তা বরখাস্ত

ফাইল ছবি

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদসহ ১৮ কর্মকর্তাকে সরকার চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে সোমবার (১৮ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।

বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- ৩ জন ডিআইজি, ৬ জন অতিরিক্ত ডিআইজি, ৪ জন পুলিশ সুপার, ৪ জন অতিরিক্ত পুলিশ সুপার, ১ জন সহকারী পুলিশ সুপার।

আরও পড়ুন: প্রশাসনে বড় রদবদল

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ধারা ৩(গ)-এর অন্তর্ভুক্ত পলায়নের শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায় বিধি ১২(১) অনুযায়ী তারা সাময়িক বরখাস্ত হয়েছেন।

বরখাস্তকালে কর্মকর্তারা খোরপোষ ভাতা পাবেন। এ আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়