News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৩০, ১৭ আগস্ট ২০২৫
আপডেট: ১৪:১৯, ১৭ আগস্ট ২০২৫

রাষ্ট্রপতির ছবি সরাতে দূতদের ফোন, লিখিত আদেশ নেই

রাষ্ট্রপতির ছবি সরাতে দূতদের ফোন, লিখিত আদেশ নেই

ফাইল ছবি

বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, দূতাবাস, হাইকমিশন, কনস্যুলেট এবং কূটনীতিকদের দপ্তর ও সরকারি বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রতিকৃতি অপসারণের নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার (১৬ আগস্ট) থেকে একাধিক মিশনে ফোনকলের মাধ্যমে এই নির্দেশনা পৌঁছানো হয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো লিখিত চিঠি বা ই-মেইল পাঠানো হয়নি বলে একাধিক মিশন–সূত্র নিশ্চিত করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে এ বিষয়ে দায়িত্ব দিয়েছে। তারা নিজ নিজ অঞ্চলের অন্য মিশনে নির্দেশ পৌঁছে দিচ্ছেন এবং প্রতিকৃতি অপসারণের বিষয়টি তদারকি করছেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক কূটনীতিক জানিয়েছেন, ঢাকা থেকে এই নির্দেশটি টেলিফোনের মাধ্যমে জানানো হয়েছে। এটি আনুষ্ঠানিক কোনো চিঠি বা ই-মেইল নয়। আমাদের অঞ্চলে যে রাষ্ট্রদূতকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি আমাদের সরাসরি জানাননি। তার পক্ষে কাছাকাছি একটি মিশন থেকে একজন রাষ্ট্রদূত আমাদের এই নির্দেশনার ব্যাপারে জানিয়েছেন।

দক্ষিণ এশিয়া, আফ্রিকা ও ইউরোপের কয়েকটি মিশনের কর্মকর্তারা জানিয়েছেন, এখনো তারা এ নির্দেশনা পাননি। তবে বিদেশে নিযুক্ত অন্তত দুজন মিশনপ্রধান জানিয়েছেন, তাদের অফিসে রাষ্ট্রপতির প্রতিকৃতি সরানোর নির্দেশ পৌঁছেছে।

আরও পড়ুন: রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়াকে পাশে চায় ঢাকা

এতদিন বিদেশে নিযুক্ত দূতাবাস ও কূটনীতিকদের সরকারি বাসভবনে রাষ্ট্রপ্রধানের প্রতিকৃতি টাঙানো ছিল প্রচলিত রীতি। এবার সেই রীতি থেকে সরে এসে মিশনগুলো থেকে প্রতিকৃতি নামানোর নির্দেশ দেওয়া হলো। কূটনৈতিক মহলে এটিকে উল্লেখযোগ্য নীতিগত পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। নির্দেশ কার্যকর হলে বাংলাদেশের কোনো বিদেশি মিশনে রাষ্ট্র বা সরকারপ্রধানের ছবি আর থাকবে না।

পররাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত কোনো লিখিত বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। ফোনেই নির্দেশনা পাঠানোর কারণে মিশন–কূটনীতিকদের মধ্যে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছে বলে জানা গেছে।

মন্ত্রণালয়ের এই নির্দেশনাটি দ্রুত কার্যকর করার জন্য এবং প্রতিটি মিশন যেন এটি বাস্তবায়ন করে তা নিশ্চিত করতে, অঞ্চলভিত্তিক একজন করে রাষ্ট্রদূতকে তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূতরা তাদের নিজ নিজ অঞ্চলের অন্যান্য মিশনগুলোকে এই নির্দেশনার কথা জানিয়ে দেবেন এবং ছবি সরানোর বিষয়টি নিশ্চিত করবেন। একাধিক কূটনৈতিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

কিছু মিশনের প্রধানরা জানিয়েছেন যে তারা সরাসরি এই নির্দেশনা পেয়েছেন। তবে দক্ষিণ এশিয়া, আফ্রিকা ও ইউরোপের কয়েকটি মিশনের কূটনীতিকরা জানিয়েছেন, তারা এখনও পর্যন্ত এই ধরনের কোনো নির্দেশনা পাননি।

এই পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোতে প্রোটোকল ও ডিসপ্লে নীতিমালায় একটি উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়