News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:০৬, ২১ আগস্ট ২০২৫
আপডেট: ১৪:০৬, ২১ আগস্ট ২০২৫

তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর রিভিউ শুনানি ২৬ আগস্ট

তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর রিভিউ শুনানি ২৬ আগস্ট

ফাইল ছবি

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের দাবিতে করা রিভিউ (রায় পুনর্বিবেচনা) আবেদনের শুনানি আগামী ২৬ আগস্ট অনুষ্ঠিত হবে। 
বৃহস্পতিবার (২১ আগস্ট) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় সদস্যের বেঞ্চ এ তারিখ নির্ধারণ করেন।

এদিন আদালতে আইনজীবী শিশির মনির আবেদন করে বলেন, সামনে বড় ছুটি শুরু হবে। অথচ তত্ত্বাবধায়ক সরকারের রিভিউ শুনানি এখনো শেষ হয়নি। 

জবাবে প্রধান বিচারপতি বলেন, শুনানি শেষ করতে পারব কিনা নিশ্চিত নই, তবে সর্বোচ্চ চেষ্টা করা হবে। পরে ২৬ আগস্ট শুনানির তারিখ ধার্য করা হয়।

রিভিউ আবেদন প্রথম দায়ের হয় ২০২৩ সালের ১ ডিসেম্বর। এর প্রথম শুনানি হয় ২০২৪ সালের ১৯ জানুয়ারি। শুনানিতে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, শরীফ ভূঁইয়া ও শিশির মনির উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

আরও পড়ুন: আপিল বিভাগে রাষ্ট্রীয় পদমর্যাদা রিভিউ শুনানি ২৮ আগস্ট

আবেদনকারীদের মধ্যে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, সাবেক তত্ত্বাবধায়ক উপদেষ্টা তোফায়েল আহমেদ ও এম হাফিজউদ্দিন খান, আইনজীবী জোবাইরুল হক ভূঁইয়া, গবেষক জাহরা রহমান, জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং নওগাঁর মুক্তিযোদ্ধা মো. মোফাজ্জল হোসেন। সবগুলো আবেদন একত্রে শুনানি হবে।

১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যুক্ত হয়। ২০০৪ সালে হাইকোর্ট এ ব্যবস্থাকে বৈধ ঘোষণা করে। তবে ২০১১ সালের ১০ মে আপিল বিভাগ ১৩তম সংশোধনীকে অসাংবিধানিক ঘোষণা করে বাতিল করে। একই বছরের ৩০ জুন সংসদে পঞ্চদশ সংশোধনী পাস হয় এবং ৩ জুলাই গেজেট আকারে প্রকাশিত হয়।

২০২৪ সালের ১৭ ডিসেম্বর হাইকোর্ট বিভাগ পঞ্চদশ সংশোধনীর ২০ ও ২১ ধারা অসাংবিধানিক ঘোষণা করে বাতিল করে। এরপর থেকে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে নতুন বিতর্ক তৈরি হয়।

রাজনৈতিকভাবে এ বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ২০০৮ সালের জাতীয় নির্বাচন হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, তবে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের তিনটি জাতীয় নির্বাচন দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত হয়, যা নিয়ে দেশি-বিদেশি মহলে সমালোচনা রয়েছে।

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, দেশের সব রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠায় অভিন্ন মত দিয়েছে। ফলে ২৬ আগস্টের শুনানি রাজনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়