News Bangladesh

আইন-আদালত ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৫৫, ২০ আগস্ট ২০২৫

জুলাই আন্দোলন: পুলিশ কর্মকর্তা সাজ্জাদ উজ জামানের জামিন স্থগিত

জুলাই আন্দোলন: পুলিশ কর্মকর্তা সাজ্জাদ উজ জামানের জামিন স্থগিত

ফাইল ছবি

জুলাই আন্দোলনে হাইকোর্ট থেকে জামিন পাওয়া পুলিশ কর্মকর্তা সাজ্জাদ উজ জামানের জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। তাকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২০ আগস্ট) সকালে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে চেম্বার জজ মো. রেজাউল হক এ আদেশ দেন।

এর আগে যাত্রাবাড়ীর ইমাম হাসান তাইম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় হাইকোর্ট সাজ্জাদ উজ জামানকে জামিন দিয়েছিলেন। এ রায়কে কেন্দ্র করে মঙ্গলবার (১৯ আগস্ট) সচিবালয়ের মূল ফটকে শহীদ পরিবারের সদস্যরা বিক্ষোভ করেন। তারা জামিন বাতিলসহ বিচারপতিদের বহিষ্কার ও আইন উপদেষ্টাকে শোকজ করার দাবি জানান।

আরও পড়ুন: সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

এ প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল এক ফেসবুক পোস্টে বলেন, “হাইকোর্টের জামিন আদেশ নিয়ে শহীদ পরিবারের ক্ষোভ স্বাভাবিক হলেও এর সঙ্গে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই।”

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়