News Bangladesh

আইন-আদালত ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:২৯, ২৩ নভেম্বর ২০২৫

শেখ হাসিনা-সজীব ওয়াজেদসহ ৪৭ আসামির রায় ২৭ নভেম্বর

শেখ হাসিনা-সজীব ওয়াজেদসহ ৪৭ আসামির রায় ২৭ নভেম্বর

ছবি: সংগৃহীত

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ৪৭ আসামির বিরুদ্ধে করা পৃথক তিন মামলার রায় আগামী ২৭ নভেম্বর ঘোষণা করা হবে।

রবিবার (২৩ নভেম্বর) রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল মামুন রায় ঘোষণার এ তারিখ নির্ধারণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের প্রসিকিউটর মো. তরিকুল ইসলাম।

গ্রেফতার একমাত্র আসামি রাজউকের সদস্য খোরশেদ আলমের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন অ্যাডভোকেট মো. শাহীনুর ইসলাম। তিনি শুনানিতে আসামিকে নির্দোষ দাবি করেন। অন্য আসামিরা পলাতক থাকায় তারা যুক্তিতর্ক উপস্থাপনের সুযোগ পাননি।

এর আগে গত ১৭ নভেম্বর পৃথক তিন মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এরও আগে ৩১ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত-৫ অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

তিন মামলায় শেখ হাসিনা ও সাবেক সিনিয়র সচিব পূরবী গোলদারসহ ১২ জন; শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়সহ ১৭ জন; এবং শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জনকে আসামি করা হয়েছে।

মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন- শেখ রেহানা ও তার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তী, সাবেক সচিব শহীদ উল্লা খন্দকার, অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা এবং একাধিক সাবেক সদস্য, পরিচালক ও উপপরিচালক।

আরও পড়ুন: শেখ হাসিনার পক্ষে লড়বেন জেড আই খান পান্না

গত জানুয়ারিতে দুদক পৃথক ছয়টি মামলা দায়ের করে। অভিযোগে বলা হয়, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় শেখ হাসিনা ও তার পরিবার অর্পিত ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর রোਡের ছয়টি প্লট অবৈধভাবে বরাদ্দ নিয়েছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়