News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৫৮, ১৪ আগস্ট ২০২৫

সাদাপাথর লুটের ঘটনায় ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট

সাদাপাথর লুটের ঘটনায় ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট

ফাইল ছবি

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটের ঘটনায় হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। 

এতে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে এবং সেখানে আইন-শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করতে নির্দেশনার আবেদন করা হয়েছে। এছাড়া কর্মকর্তাদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানাতে রুল জারি করারও দাবি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মীর একে এম নূরুন নবী।

আরও পড়ুন: উদ্ধার ১২ হাজার ঘনফুট সাদা পাথর নদীতে ফেরত

স্থানীয় প্রশাসনের অভিযানে প্রায় ১২ হাজার ঘনফুট চুরি হওয়া পাথর উদ্ধার করা হয়েছে। দুদকও সেখানে অভিযান চালিয়েছে। যৌথবাহিনী পাথরবাহী ট্রাকের কাগজপত্র যাচাই করছে, যদিও চালকরাও অভিযোগ করেছেন বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও হয়রানি করা হচ্ছে। তারা দাবি করেছেন, অভিযান ক্রাশার মিলেও করা উচিত।

স্থানীয়রা অভিযোগ করেছেন, গত এক বছরে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাটে বড় পরিমাণে পাথর অবৈধভাবে উত্তোলন করা হয়েছে। দিনের বেলায়ও পাথর উত্তোলন করা হয়েছে, কিন্তু প্রশাসন ব্যবস্থা নিতে পারেনি।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়