খালেদার গ্যাটকো দুর্নীতি মামলার রায় পড়া চলছে
ঢাকা: গ্যাটকো দুর্নীতি মামলা দায়েরের বৈধতা ও দুদক আইনের ধারা, বিধিমালা চ্যালেঞ্চ করে বেগম খালেদা জিয়ার করা রিট আবেদনের রায় পড়া চলছে।
বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি আব্দুর রবের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রায় পড়া চলছে।
গত ১ আগস্ট (রোববার) হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ রিটের রায় ঘোষণার জন্য বুধবার দিন ধার্য করেন।
গ্যাটকো মামলার কার্যক্রম বৈচারিক (নিন্ম) আদালতে চলবে কি-না এ বিষয়ে রায় দেবেন বলে জানিয়েছেন সংশ্লিস্ট আইনজীবীরা।
এর আগে গত ১৭ জুন রুলের ওপর শুনানি শেষ হওয়ায় যে কোনো দিন রায় (সিএভি) দেওয়া হবে বলে আদেশ দেন আদালত।
নিউজবাংলাদেশ.কম/আইএ/এফই
নিউজবাংলাদেশ.কম








