News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৪:৫৯, ৫ আগস্ট ২০১৫
আপডেট: ০১:১০, ১৮ জানুয়ারি ২০২০

শপথ নিলেন ২ বিচারপতি

শপথ নিলেন ২ বিচারপতি

ঢাকা: সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন।

বুধবার সকাল সাড়ে ১০টায় জাজেস লাউঞ্জে তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম।

এর আগে গত ৩ আগস্ট আইন মন্ত্রণালয় থেকে এ দুই বিচারপতির স্থায়ী নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

সংবিধানের ৯৫ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের দুই অতিরিক্ত বিচারপতিকে একই বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ করেন।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়