চুক্তি ছাড়াই শেষ হলো ট্রাম্প-পুতিন বৈঠক
ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো চুক্তি বা বড় ধরনের সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। তবে উভয় পক্ষই আলোচনাকে ইতিবাচক হিসেবে বর্ণনা করেছেন।
শনিবার (১৬ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় (বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত দেড়টা) যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাঙ্করেজ সামরিক ঘাঁটিতে বৈঠক বসেন দুই নেতা। আলোচনার পর যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ইউক্রেন যুদ্ধ বন্ধের ইস্যুতে তারা কোনো চুক্তি বা ঐকমত্যে পৌঁছাতে না পারলেও “খুব ভালো সম্ভাবনা” তৈরি হয়েছে।
পুতিন বলেন, বৈঠকে যেসব বিষয়ে একমত হওয়া গেছে, সেগুলো থেকেই ভবিষ্যতে ইউক্রেন যুদ্ধ বন্ধ এবং যুক্তরাষ্ট্র–রাশিয়া সম্পর্ক পুনরুদ্ধারের পথ তৈরি হতে পারে। তাঁর দাবি, দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত উল্লেখযোগ্য সম্ভাবনাও দেখা দিয়েছে। যদিও কোন কোন বিষয়ে ঐকমত্য হয়েছে, তা স্পষ্ট করেননি তিনি।
আরও পড়ুন: মুঘল সম্রাট হুমায়ুনের সমাধির ছাদ ধসে ৫ জনের মৃত্যু
এ ছিল ট্রাম্প ও পুতিনের সপ্তমবারের মতো মুখোমুখি বৈঠক। এতে ট্রাম্পের সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং বিশেষ দূত স্টিভ উইটকফ। অন্যদিকে পুতিনের সঙ্গে যোগ দেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং প্রেসিডেন্টের সহকারী ও মুখপাত্র ইউরি উশাকভ।
নিউজবাংলাদেশ.কম/এসবি








