বাংলাদেশের সীমান্ত ঘেঁষে সেনা ঘাঁটি ও সেনা স্টেশন করল ভারত
ছবি: সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর ও আসামের ধুবরিতে নতুন দুটি সামরিক স্থাপনা গড়ে তুলেছে দেশটির সেনাবাহিনী। বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই দ্রুত সময়ে স্থাপনা দুটি চালু করা হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ডেকান ক্রনিকল।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (৬ নভেম্বর) পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি উত্তর দিনাজপুরের চোপড়ায় নবনির্মিত সামরিক ঘাঁটি পরিদর্শন করেন। সীমান্তঘেঁষা এ ঘাঁটিতে মোতায়েন সৈন্যদের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন এবং সীমান্ত নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন।
ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড এক্স-এ এক পোস্টে জানায়, লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারি ‘ব্রহ্মাস্ত্র কর্পস’-এর সদস্যদের সঙ্গে আলোচনা করেন এবং অল্প সময়ে ঘাঁটিটি প্রস্তুত করায় সেনাদের প্রশংসা করেন। তিনি সর্বোচ্চ প্রস্তুতি বজায় রেখে উদীয়মান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলার আহ্বান জানান।
আরও পড়ুন: ইরান হামলায়ে সরাসরি নেতৃত্বের কথা স্বীকার করলেন ট্রাম্প
এর আগে তিনি আসাম সীমান্তের ধুবরির বামুনিগাঁও এলাকায় ‘লাচিত বরফুকন’ সামরিক স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
ইস্টার্ন কমান্ডের পক্ষ থেকে জানানো হয়, নতুন এই স্টেশন অঞ্চলটির প্রতিরক্ষা সক্ষমতা ও অবকাঠামোকে আরও শক্তিশালী করবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








