News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৫৪, ১৪ আগস্ট ২০২৫

মালয়েশিয়ায় জাল ভিসা কারবারে ১৬ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় জাল ভিসা কারবারে ১৬ বাংলাদেশি আটক

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় ইমিগ্রেশন বিভাগ একটি বিশেষ অভিযানে ১৯ জন অভিবাসীকে আটক করেছে, যাদের মধ্যে ১৬ জন বাংলাদেশি নাগরিক এবং ৩ জন মিয়ানমারের নাগরিক রয়েছেন। 

গত সোমবার (১১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে তামান মালুরি এলাকায় চারটি স্থানে এই অভিযান চালানো হয়। পুত্রাজায়ার ইমিগ্রেশন সদর দপ্তরের গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা অভিযানে অংশ নেন।

অভিযানে ১১,৩৫৭ রিঙ্গিত নগদ অর্থ, ই-পিএলকেএস স্লিপ, তিনটি বাংলাদেশি পাসপোর্টের কপি, তিনটি ল্যাপটপ, তিনটি প্রিন্টিং মেশিন, তিনটি সিসিটিভি ক্যামেরা, কোম্পানি কমিশন অফ মালয়েশিয়া এর একটি কপি, কুয়ালালামপুর সিটি হল লাইসেন্সের একটি কপি এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আরও পড়ুন: ইতালিতে নৌকাডুবিতে ২৬ অভিবাসীর মৃত্যু

আটকদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ১৫(৪) এবং ৬(৩) এর অধীনে তদন্ত চলছে। তাদের পুত্রাজায়ার ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে।

এই ধরনের অভিযান নতুন নয়। গত বছরও মালয়েশিয়ায় বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে জাল ভিসা তৈরির অভিযোগে অভিযান চালানো হয়েছিল। তবে, এই নতুন অভিযানে জড়িতদের বয়স ১৮ থেকে ৪৩ বছরের মধ্যে।

ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানিয়েছেন, দুই সপ্তাহ ধরে জনসাধারণের তথ্য এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। তদন্তের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে।

মালয়েশিয়া সরকার অবৈধ অভিবাসন ও ভিসা জালিয়াতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করছে, যা ভবিষ্যতে অভিবাসীদের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়