ইউক্রেন: অস্ত্র প্রত্যাহার বিষয়ক চুক্তি সই
ইউক্রেনের পূর্বাঞ্চলে বিদ্রোহীরা ভারি অস্ত্র প্রত্যাহার বিষয়ক এক চুক্তি সই করেছে বলে রাশিয়ার একজন জেনারেল জানিয়েছেন। অস্ত্র বিরতি বাস্তবায়নের সঙ্গে যুক্ত জেনারেলের বরাত দিয়ে বিবিসি জানায়, রোববার থেকেই এই চুক্তি কার্যকরের কথা রয়েছে।
জেনারেল আলেকজান্ডার লেন্তসভ বিবিসিকে বলেন, পূর্ব ইউক্রেইনের লুহানস্ক এবং দোনেস্কে রাশিয়াপন্থি বিদ্রোহী নেতারা অস্ত্র প্রত্যাহার বিষয়ক একটি চুক্তিতে সই করেছেন।
উল্লেখ্য, ইতিপূর্বে মিনস্কে অনুষ্ঠিত শান্তি চুক্তির অন্যতম প্রধান বিষয়ই ছিল ভারি অস্ত্র, বিশেষত কামান প্রত্যাহার। চুক্তি অনুযায়ী মঙ্গলবার থেকে এটি বাস্তবায়নের কথা ছিল। কিন্তু পূর্বাঞ্চলের কিছু এলাকায় দুইপক্ষের মধ্যেই লড়াই চলতে থাকায় এটি বাস্তবায়ন পিছিয়ে যায়।
শান্তিচুক্তি ভঙ্গ করে ইউক্রেইনে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি রাশিয়াকেই দোষারোপ করেছেন।
অন্যদিকে, ইউক্রেইন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, অস্ত্র্রবিরতির চুক্তি সম্পর্কে তারা সচেতন।
২০১৪ সালের এপ্রিলে ইউক্রেইনের পূর্বাঞ্চলীয় দোনেস্ক ও লুহানস্ক অঞ্চলে লড়াই ছড়িয়ে পড়ার ঘটনায় এ পর্যন্ত প্রায় ৫,৭০০ মানুষ প্রাণ হারিয়েছেন।
নিউজবাংলাদেশ.কম








