কমছে এক্সের ব্যবহারকারী, বাড়ছে থ্রেডসের প্রভাব
ছবি: ইন্টারনেট
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এর ব্যবহারকারী কমছে, বাড়ছে প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মগুলোর প্রভাব। ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) এক্সের দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা আগের বছরের তুলনায় প্রায় ১০ শতাংশ কমেছে।
তবে প্রতিষ্ঠানটির দাবি, এখনো এক্স ব্যবহারকারীর সংখ্যা মেটার থ্রেডসের তুলনায় ৬৫ শতাংশ এবং ব্লূস্কাইয়ের চেয়ে ১০ গুণ বেশি।
তবু দীর্ঘমেয়াদে সোশ্যাল প্ল্যাটফর্ম হিসেবে এক্স তার আধিপত্য ধরে রাখতে পারবে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, মোবাইল ব্যবহারকারীর দিক থেকে থ্রেডস দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে।
বাজার বিশ্লেষণ প্রতিষ্ঠান সিমিলারওয়েবের তথ্যমতে, ২০২৫ সালের জুনে আইওএস ও অ্যান্ড্রয়েড মিলিয়ে থ্রেডস অ্যাপের দৈনিক সক্রিয় ব্যবহারকারী ছিল ১১ কোটি ৫১ লাখ, যা আগের বছরের তুলনায় ১২৭.৮ শতাংশ বেশি।
আরও পড়ুন: ভিডিওর জন্য অডিও ট্রান্সলেটর আনলো মেটা
একই সময়ে এক্সের দৈনিক মোবাইল ব্যবহারকারী ছিল ১৩ কোটি ২০ লাখ, যা গত বছরের তুলনায় ১৫.২ শতাংশ কম।
তবে থ্রেডস, ব্লূস্কাই, মাস্টডনসহ নতুন প্ল্যাটফর্মগুলোর প্রতিযোগিতা সত্ত্বেও এক্সে ব্যবহারকারীর অংশগ্রহণ এখনো তুলনামূলকভাবে শক্তিশালী বলেই মনে করছে সংশ্লিষ্টরা।
নিউজবাংলাদেশ.কম/এসবি








