সপ্তাহে ৩ দিন অফিসে এলেই হবে মাইক্রোসফটে
ছবি: সংগৃহীত
মাইক্রোসফট তার কর্মীদের জন্য নতুন কর্মনীতি ঘোষণা করতে যাচ্ছে, যা ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে।
নতুন নীতি অনুযায়ী, রেডমন্ড সদর দপ্তরের ৫০ মাইলের মধ্যে বসবাসকারী কর্মীদের সপ্তাহে কমপক্ষে তিন দিন অফিসে এসে কাজ করতে হবে। এর মাধ্যমে কোম্পানিটি মহামারীর সময়ের নমনীয় নীতি থেকে সরে আসছে।
এই নীতি মাইক্রোসফটের ২ লাখ ২৮ হাজার কর্মীর বেশিরভাগের জন্যই প্রযোজ্য হবে। তবে কিছু নির্দিষ্ট টিমের জন্য নির্বাহী সিদ্ধান্তের ভিত্তিতে সপ্তাহে চার বা পাঁচ দিন অফিসে উপস্থিতির বাধ্যবাধকতাও থাকতে পারে।
আরও পড়ুন: সাময়িক চ্যাট ও পারসোনালাইজেশন ফিচার যোগ করলো জেমিনি
বিজনেস ইনসাইডারের প্রতিবেদন অনুসারে, এই নতুন কর্মনীতি আনুষ্ঠানিকভাবে সেপ্টেম্বরে ঘোষণা করা হবে। এতে কর্মীরা নতুন নিয়মের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য পর্যাপ্ত সময় পাবেন। এই পরিবর্তনটি রিমোট কাজের ওপর কোম্পানিগুলোর ক্রমবর্ধমান কঠোর নীতিরই অংশ।
মাইক্রোসফট এখন অ্যামাজন, গুগল এবং মেটার মতো প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর পথে হাঁটছে, যারা ইতোমধ্যে তাদের রিমোট কাজের নীতি কঠোর করেছে।
নতুন নীতিতে কর্মীদের জন্য ব্যতিক্রমের আবেদন করার সুযোগ থাকবে, তবে আবেদন অনুমোদনের প্রক্রিয়া এখনো পরিষ্কারভাবে জানানো হয়নি। এই পরিবর্তনের সঙ্গে কিছু চ্যালেঞ্জও রয়েছে। যদিও মাইক্রোসফট তাদের ক্যাম্পাস সম্প্রসারণে ৫০০ কোটি ডলার বিনিয়োগ করেছে, তবুও অফিসে জায়গার সংকট, বিদ্যুৎ ঘাটতি এবং পর্যাপ্ত সভাকক্ষের অভাবের মতো সমস্যা এখনো বিদ্যমান।
এই নতুন নিয়ম কার্যকর হলে এটি মাইক্রোসফটের কর্মপরিবেশে একটি বড় পরিবর্তন আনবে এবং কর্মীদের মধ্যে এর প্রভাব কেমন হয়, তা দেখার বিষয়।
নিউজবাংলাদেশ.কম/পলি








