News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৩০, ১৮ আগস্ট ২০২৫

সাময়িক চ্যাট ও পারসোনালাইজেশন ফিচার যোগ করলো জেমিনি

সাময়িক চ্যাট ও পারসোনালাইজেশন ফিচার যোগ করলো জেমিনি

ছবি: ইন্টারনেট

গুগলের জেমিনি অ্যাপ নতুন আপডেটের মাধ্যমে আরও পারসোনালাইজ ও শক্তিশালী অ্যাসিসট্যান্ট হিসেবে আত্মপ্রকাশ করেছে। এখন থেকে জেমিনি ব্যবহারকারীর পূর্ববর্তী চ্যাটের তথ্য মনে রেখে তাদের পছন্দ অনুযায়ী ব্যক্তিগত উত্তর দেবে। 

এই ফিচারটি ব্যবহারকারীর সঙ্গে আরও স্বাভাবিক ও প্রাসঙ্গিক কথোপকথন নিশ্চিত করবে। উদাহরণস্বরূপ, কেউ যদি আগে কমিক বইয়ের চরিত্র নিয়ে আলোচনা করে থাকে, তাহলে জেমিনি তার জন্মদিনের পার্টির থিম হিসেবে সেই চরিত্রের উপর ভিত্তি করে পরামর্শ দিতে পারে।

গুগলের ব্লগ পোস্ট অনুযায়ী, এই পারসোনালাইজেশন ফিচারটি ডিফল্টভাবে চালু থাকবে এবং প্রাথমিকভাবে জেমিনি ২.৫ প্রো মডেলে কিছু নির্দিষ্ট দেশে চালু হচ্ছে। ব্যবহারকারীরা চাইলে সেটিংস থেকে এটি বন্ধ করতে পারবেন। এছাড়া, নতুন সাময়িক চ্যাট ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এমন কথোপকথন করতে পারবেন যা হিস্টোরিতে সংরক্ষিত হবে না বা ভবিষ্যতের উত্তরকে প্রভাবিত করবে না। এই চ্যাটগুলো ৭২ ঘণ্টা পর্যন্ত সংরক্ষিত থাকবে।

কমিউনিটি গাইডলাইনে বড় পরিবর্তন আনছে টিকটক

জেমিনি অ্যাপে নতুন গোপনীয়তা নিয়ন্ত্রণও যুক্ত হয়েছে। জেমিনি অ্যাপস অ্যাকটিভিটি এখন কিপ অ্যাকটিভিটি নামে পরিচিত হবে, যা ব্যবহারকারীদের আপলোড করা ফাইল বা ছবি গুগলের পরিষেবা উন্নত করতে ব্যবহার করতে পারে। তবে এই সেটিং বন্ধ রাখা যাবে।

নিউজবাংলাদেশ.কম/এমএএইচ/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়