News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৫৭, ১৮ আগস্ট ২০২৫

কমিউনিটি গাইডলাইনে বড় পরিবর্তন আনছে টিকটক

কমিউনিটি গাইডলাইনে বড় পরিবর্তন আনছে টিকটক

ছবি: ইন্টারনেট

ভিডিওভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক আগামী ১৩ সেপ্টেম্বর থেকে তাদের কমিউনিটি গাইডলাইনে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে। এক ব্লগ বার্তায় টিকটকের গ্লোবাল হেড অব ট্রাস্ট অ্যান্ড সেফটি সন্দীপ গ্রোভার জানান, ভ্রান্ত তথ্য প্রতিরোধ ও অনলাইন হয়রানি রোধ করাই এ পরিবর্তনের মূল উদ্দেশ্য।

টিকটক জানায়, নতুন নীতিমালায় নিয়মগুলো আরও সহজ, পরিষ্কার ও ব্যবহারবান্ধব করা হয়েছে। বড় ধরনের সংকট বা নাগরিক ঘটনা–সম্পর্কিত ভিডিও যাচাই ছাড়া ‘ফর ইউ ফিড’-এ আর দেখানো হবে না। বর্তমানে জরুরি পরিস্থিতি নিয়ে তৈরি ভিডিওতে যে নিয়ম কার্যকর রয়েছে, সেটিই এবার সম্প্রসারিত হচ্ছে।

অ্যাকাউন্ট ও ফিচারস বিভাগেও আসছে নতুন নিয়ম। লাইভ চলাকালে যা কিছু ঘটবে তার দায়ভার বহন করতে হবে কনটেন্ট নির্মাতাকেই। এমনকি ভয়েস–টু–টেক্সটের মতো তৃতীয় পক্ষের টুল ব্যবহার করে ক্ষতিকর মন্তব্য ছড়ালেও দায় এড়ানো যাবে না।

নতুন গাইডলাইনে নিরাপত্তা, মানসিক ও আচরণগত স্বাস্থ্য, সংবেদনশীল ও প্রাপ্তবয়স্ক বিষয়, সততা ও স্বচ্ছতা, বাণিজ্যিক কার্যক্রম ও গোপনীয়তাকে প্রাধান্য দেওয়া হয়েছে। মানহীন ভিডিওর পাশাপাশি দুশ্চিন্তা বা আতঙ্ক ছড়ানো ভিডিও ব্যবহারকারীদের কাছে রিকমেন্ড করা হবে না।

আরও পড়ুন: গ্রুপ কলের অভিজ্ঞতা উন্নত করলো হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

মন্তব্য নীতিতেও আসছে পরিবর্তন। অশ্লীল ভাষা বা আক্রমণাত্মক বক্তব্য সম্বলিত মন্তব্যগুলো স্বয়ংক্রিয়ভাবে সার্চ অপশনের নিচের দিকে সরিয়ে দেওয়া হবে।

গ্রোভার আরও জানান, নির্মাতা, বিশেষজ্ঞ ও আঞ্চলিক পরামর্শক কাউন্সিলের সঙ্গে দীর্ঘ আলোচনা ও মতবিনিময়ের পরই এ পরিবর্তন আনা হয়েছে। নতুন নীতিমালা কার্যকর করতে মানবসম্পদ ও কৃত্রিম বুদ্ধিমত্তা–ভিত্তিক টিমকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সূত্র: ম্যাশেবল

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়