News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৪৫, ২৫ জানুয়ারি ২০২৫
আপডেট: ১০:০০, ২৫ জানুয়ারি ২০২৫

রিলসের সময় বাড়ালো ইনস্টাগ্রাম

রিলসের সময় বাড়ালো ইনস্টাগ্রাম

ছবি: সংগৃহীত

রিলসের দৈর্ঘ বা সময় বাড়িয়েছে মেটার অঙ্গ প্রতিষ্ঠান ইনস্টাগ্রাম। টিকটক ব্যবহারকারীদের আকৃষ্ট করতেই নতুন এ সুবিধা চালু করা হয়েছে বলে জানা গেছে। 

জানা গেছে, ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা চাইলে সর্বোচ্চ ৩ মিনিটের রিলস তৈরি করতে পারবেন। পর্যায়ক্রমে সব দেশের ব্যবহারকারীদের এ সুবিধা দেওয়া হবে।  

ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি বলেন, 'কনটেন্ট নির্মাতারা জানিয়েছেন, ৯০ সেকেন্ড যথেষ্ট নয়। আমরা আশা করছি, সময়সীমা বাড়ানোয় ফলে আরও গভীরভাবে গল্প বলার সুযোগ মিলবে।'

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস এখন দেখা যাবে ফেসবুক ও ইনস্টাগ্রামে

রিলসের এ সুবিধা বাদেও ইনস্টাগ্রাম প্রোফাইলেও আনা হয়েছে নতুনত্ব। নতুন নকশার প্রোফাইলে চিরচেনা বর্গাকার গ্রিডের জায়গায় জায়গা করে নিয়েছে আয়তাকার বিন্যাস। 

অ্যাডামমোসেরি জানান, বেশির ভাগ ব্যবহারকারীই উল্লম্ব (ভার্টিক্যাল) ফরম্যাটে কনটেন্ট আপলোড করেন। কিন্তু বর্গাকার গ্রিডে কনটেন্টের বড় অংশ কেটে যায়। নতুন আয়তাকার গ্রিড কনটেন্ট দেখার অভিজ্ঞতা আরও উন্নত করবে। 

এর আগে ডিজিটাল ফ্লাটফর্ম ইউটিউবও তাদের শর্টস ভিডিওর সময়সীমা বাড়িয়ে সর্বোচ্চ ৩ মিনিট করেছে। এবার ইনস্টাগ্রামও একই পদক্ষেপ নিল।  তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

সর্বশেষ

পাঠকপ্রিয়