অবৈধ ইন্টারনেট ব্যবসার বিরুদ্ধে বিটিআরসির হুঁশিয়ারি
ঢাকা: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা (বিটিআরসি) শিগগিরই সব ধরনের অবৈধ ইন্টারনেট ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে।
সম্প্রতি বিটিআরসির বিভাগীয় পরিচালক তালেব হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা গেছে কিছু সংখ্যক অবৈধ ইন্টারনেট ব্যবসায়ী বিটিআরসির লাইসেন্স ছাড়াই দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেট সেবা দিয়ে যাচ্ছে। এমন কি আমাদের কোন প্রকার অনুমতি ছাড়াই তারা বিভিন্ন ধরণের স্থাপনাও নির্মাণ করছে।
লাইসেন্সধারী ব্যবসায়ীদের ব্যবসায়িক স্বার্থ নিশ্চিত করার লক্ষ্যে বিটিআরসি এসব অবৈধ ইন্টারনেট ব্যবসায়ীদের লাইসেন্স ব্যাতীত ইন্টারনেট সেবা প্রদান করা থেকে বিরত থাকার অনুরোধ করছে। একই সঙ্গে লাইসেন্সধারী ব্যবসায়ীদেরও বিভিন্ন অবৈধ ইন্টারনেট সেবা প্রদানকারী সংস্থার সঙ্গে লেনদেন না করার অনুরোধ করা হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে হুঁশিয়ারি দিয়ে আরও বলা হয়, অন্যথায় যেকোনো প্রকার অবৈধ ইন্টারনেট সেবার সঙ্গে জড়িত ব্যবসায়ীদের বিরুদ্ধে বিটিআরসি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন- ২০০১ অনুযায়ী কার্যকর পদক্ষেপ নেবে।
নিউজবাংলাদেশ.কম/এমএম
নিউজবাংলাদেশ.কম








