ব্যান্ডউইথের দাম কমল
ঢাকা: শর্তসাপেক্ষে ব্যান্ডউইথের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি মাসে ন্যূনতম ১০ জিবিপিএস ব্যান্ডউইথ কিনলেই কেবল এ সুবিধা পাওয়া যাবে। তবে, এই সুবিধা আপাতত ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারের জন্য প্রযোজ্য হবে। ১ সেপ্টেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
এর আগে, একাধিকবার ব্যান্ডউইথের দাম কমানো হলেও প্রত্যাশানুযায়ী ইন্টারনেটের দাম কমেনি। এবারও গ্রাহক পর্যায়ে এর প্রবাব পড়বে কিনা তা নিয়েও সংশয় আছে।
সরকারের সিদ্ধান্ত অনুসারে, এখন ইন্টারনেট গেটওয়েগুলো প্রতি এমবিপিএস ব্যান্ডউইথ পাবে ৬২৫ টাকায়। বর্তমানে প্রতি এমবিপিএসের দাম ১ হাজার ৬৮ টাকা। তবে কমানো দামে কিনতে হলে ১০ জিবিপিএসের জন্য ১ কোটি ৬২ লাখ টাকা টাকা অগ্রিম দিতে হবে।
বাংলাদেশে সাবমেরিন কেবল কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “আগে ১ এমবিপিএস ইন্টারনেটের দাম ছিল ১ হাজার ৬৮ টাকা। এখন সেটি কমিয়ে ৬২৫ টাকা করা হয়েছে।”
তবে সাধারণ মানুষের নাগালে এই সুবিধা পৌঁছাবে কিনা, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, পেশাজীবী ও সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীরা।
আইএসপি অ্যাসোসিয়েশনের সভাপতি আমিনুল হাকিম প্রগতি এ প্রসঙ্গে নিউজবাংলাদেশকে বলেন, “গ্রাহক পর্যায়ে দাম কমানোর বিষয়টি নির্ভর করবে ইন্টারনেট গেটওয়ে ও ইন্টারনেট প্রোভাইডারদের ওপর। ফলে গ্রাহক পর্যায়ে এর সুবিধা ‘কাজীর গরুর’ মতো হয়ে যেতে পারে।”
দেশে ইন্টারনেটের দাম নিয়ে ব্যবহারকারীদের মধ্যে অসন্তোষ রয়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতেও ইন্টারনেটের দাম কমানোর দাবি উঠেছে বিভিন্ন সময়ে।
গত ৬ আগস্ট ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্টারনেট ব্যান্ডউইডথের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার নির্দেশ দেন।
নিউজবাংলাদেশ.কম/এসজে/এজে
নিউজবাংলাদেশ.কম








