গোপন তথ্য হাতিয়ে নিচ্ছে উইন্ডোজ ১০!
মাইক্রোসফট করপোরেশনের অপারেটিং সিস্টেম উইন্ডোজ-১০ ব্যবহারকারীর গোপন ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ তুলেছেন প্রযুক্তি সাংবাদিক ও ব্লগাররা।
উইন্ডোজের নতুন এ সংস্করণ আনুষ্ঠানিকভাবে প্রকাশের পর মাত্র দু’দিনেই এক কোটি ৪০ লাখ বার ডাউনলোড হয়েছে।
ব্যবহারকারীরা উইন্ডোজের এ সংস্করণকে বিস্ময়কর, অনবদ্য ও দারুণ বলে মন্তব্য করছেন। বলা হচ্ছে, আগের যে কোনো সংস্করণের চেয়ে নতুন এই উইন্ডোজ অনেক বেশি গতি সম্পন্ন, আরামদায়ক এবং ব্যবহার বান্ধব।
কিন্তু প্রযুক্তি নিয়ে যারা লেখালেখি করেন, তাদের বক্তব্য হচ্ছে- যে সব ফিচারকে প্রাইভেসি বিরোধী বলে মনে করা হচ্ছে তা উইন্ডোজ-১০ এর ডিফল্ট বা অপরিহার্য হিসেবে সংযুক্ত রয়েছে। মাইক্রোসফটের ইমেইল সেবাদানকারী সংস্থা আউটলুকের অ্যাকাউন্টের মাধ্যমে উইন্ডোজ ১০ ব্যবহার করতে সাইন ইন করতে হয়। এতে ব্যবহারকারীর ইমেইল, কন্টাক্ট এবং ক্যালেন্ডারের সব ডাটা পড়ার সুযোগ পেয়ে যাচ্ছে মাইক্রোসফট।
নিউজবাংলাদেশ.কম/এজে
নিউজবাংলাদেশ.কম








