News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৪৪, ২৯ আগস্ট ২০২৫

ডেঙ্গুতে ১৬৫ নতুন রোগী, কোনো মৃত্যু নেই

ডেঙ্গুতে ১৬৫ নতুন রোগী, কোনো মৃত্যু নেই

ফাইল ছবি

দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৬৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এ সময় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। 

শুক্রবার (২৯ আগস্ট) তথ্যটি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মহানগর এবং দেশের অন্যান্য হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৯ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৭ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৪ জন রয়েছেন। একই সময়ে ১৬৫ জন রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট ২৮,৯৯৬ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

আরও পড়ুন: বিশ্বের প্রথম এইডস টিকা তৈরির দাবি রাশিয়ার

চলতি বছর ১ জানুয়ারি থেকে ২৯ আগস্ট পর্যন্ত দেশে মোট ৩০,৫৪১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৫৯.৪ শতাংশ পুরুষ এবং ৪০.৬ শতাংশ নারী। এডিস মশাবাহিত এই রোগে বর্তমানে ১১৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৫৬.৮ শতাংশ পুরুষ এবং ৪৩.২ শতাংশ নারী।

অতীতের তুলনায় চলতি বছর ডেঙ্গু পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে কম। ২০২৪ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ১,০১১১৪ জন এবং মারা গিয়েছিলেন ৫৭৫ জন। ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল ৩,২১,১৭৯ জন এবং মৃত্যুর সংখ্যা ছিল ১,৭০৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জনসাধারণকে সতর্ক করেছে, ডেঙ্গু প্রতিরোধে নিজস্ব সচেতনতা, বাড়ি-দেওয়াল পরিষ্কার রাখা, জল জমতে না দেওয়া এবং মশা নিধনের কার্যক্রম অব্যাহত রাখা অপরিহার্য।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়