ডেঙ্গুতে মৃত্যুশূন্য ২৪ ঘণ্টা, আক্রান্ত ১৩৪
ফাইল ছবি
গত ২৪ ঘণ্টায় (১৫ আগস্ট, ২০২৫) দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। একই সময়ে সারাদেশে ১৩৪ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১৩৪ জনের মধ্যে সর্বোচ্চ ৩২ জন রয়েছেন বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে)।
অন্যান্য বিভাগ ও অঞ্চলে আক্রান্তের সংখ্যা চট্টগ্রাম বিভাগ (সিটি করপোরেশনের বাইরে) ১৭ জন, ঢাকা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে) ২০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন ১৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ২৪ জন, খুলনা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে) ১৪ জন, ময়মনসিংহ বিভাগ (সিটি করপোরেশনের বাইরে) ৪ জন, রাজশাহী বিভাগ (সিটি করপোরেশনের বাইরে) ৯ জন,
চলতি বছর (১ জানুয়ারি থেকে ১৫ আগস্ট পর্যন্ত) দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২৫,৭১০ জন। এর মধ্যে পুরুষ রোগী ৫৮.৯ শতাংশ এবং নারী রোগী ৪১.১ শতাংশ। এই সময়ে মোট ১০৪ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: অত্যাবশ্যকীয় ৩৩ প্রকার ওষুধের দাম কমলো
গত ২৪ ঘণ্টায় কোনো ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পাননি।
চলতি বছরে এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন মোট ২৪,২০০ জন ডেঙ্গু রোগী।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আগের বছরগুলোর পরিসংখ্যানও বেশ উদ্বেগজনক।
২০২৩ সালে: দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বোচ্চ ১,৭০৫ জনের মৃত্যু হয় এবং হাসপাতালে ভর্তি হন ৩,২১,১৭৯ জন।
২০২৪ সালে: ডেঙ্গু আক্রান্ত হন ১,০১,২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের। এই সংখ্যাটি ছিল দেশের ইতিহাসে ডেঙ্গুতে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
এবারের ডেঙ্গু মৌসুমের শুরুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কম থাকলেও, জুলাই ও আগস্ট মাসে পরিস্থিতি আবারও গুরুতর আকার ধারণ করছে। বিশেষ করে চট্টগ্রামের মতো কিছু অঞ্চলে ডেঙ্গুর প্রকোপ গত বছরের তুলনায় অনেক বেড়েছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু প্রতিরোধে দ্রুত সমন্বিত পদক্ষেপ নেওয়া জরুরি।
নিউজবাংলাদেশ.কম/পলি








