পৃথিবীর প্রাচীনতম কাঠের মূর্তি
এখন পর্যন্ত আবিষ্কৃত হওয়া পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম কাঠের মূর্তি রাশিয়ার 'সিগির আইডল' (Shigir Idol)। ১২৫ বছর আগে, ১৮৯০সালে মূর্তিটিকে আবিস্কার করা হয়েছিল রাশিয়ার উরাল পর্বতের একটা জলাভূমিতে। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে এটার বয়স প্রায় ১১০০০বছর। অর্থাৎ পৃথিবীর প্রাচীনতম পিরামিডের চেয়েও প্রায় দিগুন প্রাচীন সেটা!
১৮৯০সালে কাঠের মূর্তিটিকে রাখা হয়েছিল রাশিয়ার জাদুঘরে। আবিস্কারের ১০৭বছর পর প্রথমবারের মত ১৯৯৭সালে মূর্তিটির বয়স নির্ধারণের জন্য পরীক্ষা শুরু করে গবেষকরা। তখন রেডিও কার্বন পরীক্ষার মাধ্যমে এর সম্ভব্য বয়স নির্ধারণ করা হয়েছিল প্রায় ৯৫০০বছর। কিন্তু সম্প্রতি আধুনিক প্রযুক্তির মাধ্যমে পুনরায় পরীক্ষা করে দেখা গেছে। এক বয়স আরও কয়েক হাজার বছর বেশী। সম্ভব্য ১১০০০ হাজার বছর। যা অবাক করেছে গবেষকদের।
মূর্তিটিতে নানা প্রাচীন বর্ণ খোদাই করা আছে। যে গুলোকে 'এনক্রিপ্ট কোড' বলে। সেখানে কি লেখা আছে তা এখনো অজানাই রয়ে গেছে সকলের কাছে। এত প্রাচীন ভাষা সম্পর্কে এখনো কোন ধারনা নেই বিশেষজ্ঞদের।
নিউজবাংলাদেশ.কম/আরবিএস/এসজে
নিউজবাংলাদেশ.কম








