News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২২:১৩, ১৯ আগস্ট ২০১৯
আপডেট: ০৬:৫২, ২৮ জানুয়ারি ২০২০

ধর্ষণ প্রেক্ষাপটে ‌'টিয়ার গপ্পো'

ধর্ষণ প্রেক্ষাপটে ‌'টিয়ার গপ্পো'

ধর্ষণ আমাদের দেশে বেড়ে গেছে। এ থেকে মুক্তি পাওয়ার উপায় হলো আমাদের মনোভাব পরিবর্তন করা। এমন বিষয়বস্তু নিয়েই নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'টিয়ার গপ্পো'। 

আন্না পুনম'র ছোট গল্প অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন সোহেল রানা বয়াতি। চলচ্চিত্রটিতে ফয়েজ আহম্মদ'র টিয়ে ছড়াটিকে গান হিসেবে ব্যবহার করা হয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন বেলাল খান।

বয়াতি বলেন, শিশুরা যে স্বপ্নের নিরাপদ পৃথিবী চায় এই ছবিতে সেই পৃথিবীর কথা বলা হয়েছে।

চলচ্চিত্রটি বিভিন্ন উৎসবে অংশগ্রহণ করার পর ইউটিউবে মুক্তি দেয়া হবে।

নিউজবাংলাদেশ.কম/পিআর

সর্বশেষ

পাঠকপ্রিয়