ঈদে আসছে ‘বউ কাহিনী’
এই ঈদে আসছে ভিন্ন আঙ্গিকে ভিন্ন ধরনের গল্প নিয়ে বেক্সিমকো এলপিজি নিবেদিত বউ কাহিনী।
ঈদের সাতদিন, সাতটি ভিন্ন গল্প নিয়ে তৈরি হয়েছে সাতটি একক নাটক।
এ আয়োজনকে ঘিরে বুধবার বেক্সিমকো থ্রি-সিক্সটি ও প্রযোজনা প্রতিষ্ঠান আলফা-আই’র মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। ওই অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঈদের দিন থেকে পরবর্তী সাত দিন রাত ১১ টা ৫ মিনিটে প্রচারিত হবে নাটকগুলো।
নিউজবাংলাদেশ.কম/ এসপি








