News Bangladesh

ব্যবসা-বাণিজ্য ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৫৪, ২৭ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ০৯:৫৫, ২৭ সেপ্টেম্বর ২০২৫

বিয়ের পিঁড়িতে বসছেন শ্রদ্ধা কাপুর

বিয়ের পিঁড়িতে বসছেন শ্রদ্ধা কাপুর

শ্রদ্ধা কাপুর। ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল। অবশেষে সেই গুঞ্জন জোরালো হয়েছে। জানা গেছে, সব ঠিক থাকলে চলতি বছরের শেষেই বিয়ের পিঁড়িতে বসতে পারেন তিনি। তবে কাকে বিয়ে করছেন শ্রদ্ধা, তা নিয়েই চলছে আলোচনার ঝড়।

শোনা যাচ্ছে, প্রেমিক লেখক রাহুল মোদীকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে পারেন শ্রদ্ধা। কিছুদিন ধরেই রাহুলের সঙ্গে তার ঘনিষ্ঠতার খবর বলিউডে চর্চিত হচ্ছে। 

একাধিকবার দুজনকে একসঙ্গে বিমানে ভ্রমণ করতে দেখা গেছে, যা নিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা ছবি ও ভিডিও। যদিও এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব এড়িয়ে গেছেন শ্রদ্ধা।

সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে দেখা গেছে, রাহুল শ্রদ্ধার খাওয়ার একটি মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন। সেই দৃশ্যে অভিনেত্রীকে লজ্জায় হাসতে দেখা যায়। এরপর থেকেই বলিউড মহলে জোর গুঞ্জন, ধীরে ধীরে নিজেদের সম্পর্ক প্রকাশ্যে আনছেন তারা। 

আরও পড়ুন: লালনকন্যা স্মরণানুষ্ঠানে চুল কেটে প্রতিবাদ

যদিও বিয়ে নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি শ্রদ্ধা বা রাহুল।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়