সন্তান প্রমাণে ২৪ লাখ টাকার ঘোষণা তিশার!
তানজিন তিশা। ছবি: সংগৃহীত
দুদিন আগে একটি টক শোতে হাজির হয়ে মা হওয়ার ইচ্ছার কথা জানান ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তোলপাড়। অভিনেত্রীকে ঘিরে পুরনো কিছু গুজব নতুন করে সামনে নিয়ে আসেন সাংবাদিক জাওয়াদ নির্ঝর।
শনিবার (৫ জুলাই) সামাজিক মাধ্যমে তিনটি ছবি প্রকাশ করেন নির্ঝর। তিনি দাবি করেন, এগুলো তানজিন তিশার সন্তানের ছবি। নিজের পোস্টে তিনি লেখেন, 'সেলিব্রিটি হওয়ার পর মানুষ কি তার গর্ভের সন্তানকেও অস্বীকার করতে পারে?'
অন্যদিকে তানজিন তিশা এসব দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। জানান, তার আগের বিয়ের খবর এবং পুত্রসন্তানের বিষয়টি গুজব ছাড়া কিছুই নয়। তার ভাষ্য, 'ছবিগুলো আমার মিডিয়ায় আসার আগের, এবং সেগুলোতে আমার ভাগ্নে-ভাগ্নির ছবি ব্যবহৃত হয়েছে।'
নির্ঝরের আরও দাবি, তিশার একটি পুত্রসন্তান রয়েছে, যিনি বর্তমানে ঢাকায় তার দাদির কাছে থাকেন। এক বছর আগেও একটি অনুসন্ধানী প্রতিবেদনের সময় তিশার সন্তান ও সাবেক স্বামীর খোঁজ পেয়েছিলেন বলেও উল্লেখ করেন তিনি।
এই প্রেক্ষাপটে তানজিন তিশা কড়া জবাব দেন সামাজিক মাধ্যমে। স্পষ্ট ভাষায় বলেন, 'যদি কেউ প্রমাণ করতে পারে যে আমার সন্তান আছে, তাহলে তাকে ২০,০০০ মার্কিন ডলার- বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪ লাখ ৫২ হাজার টাকা- পুরস্কার হিসেবে দেব।'
আরও পড়ুন: ভাঙনের ৮ বছর পর তাহসানের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন মিথিলা
তিনি আরও বলেন, 'অসভ্যদের জন্য সুবর্ণ সুযোগ! আমার ভাগ্নে-ভাগ্নিদের ছবি নিয়ে ‘লুকিয়ে রাখা সন্তান’ শিরোনামে যে সব ভুঁইফোড় নিউজ হয়, তা দিয়ে ২০ ডলারের ব্যবসা হয়তো হয়, তবে আমি বলছি- যত বাচ্চাকাচ্চা আমার নামে আছে, সব আমার কাছে এনে দিন, আমি প্রতিটা বাচ্চার জন্য ২০,০০০ ডলার করে দেব। আর প্রমাণ করতে না পারলে নিজের গালে নিজেই জুতা মারবেন।'
এর আগে ওই টক শোতেই তিশা মজা করে বলেছিলেন, 'আমার নাকি দুইটা বিয়ে হয়েছে, তিন নম্বরের অনুসন্ধান চলছে! আর একটা বেবি আছে, যাকে তার দাদির কাছে লুকিয়ে রেখেছি- এসব শুনে আমার পুরো পরিবার অনেক হাসি পেয়েছে। কারণ ওই বেবিটা আমার না, আমার বোনের।'
নিউজবাংলাদেশ.কম/এসবি








