News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:০২, ১২ মার্চ ২০১৯
আপডেট: ০২:২৮, ১১ ফেব্রুয়ারি ২০২০

ভিপি পদে পুনঃনির্বাচন চায় ছাত্রলীগ

ভিপি পদে পুনঃনির্বাচন চায় ছাত্রলীগ

ছাত্রলীগের নেতা-কর্মীরা উপাচার্যের বাসভবনের কাছে টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) পুনঃনির্বাচনের দাবি তুলেছে ক্ষমতাসীন দল সমর্থিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।

সোমবার অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করে সংগঠনটি। 

সেসময় সংগঠনটির নেতা-কর্মীরা উপাচার্যের (ভিসি) বাসভবনের কাছে টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করে। তারা নির্বাচনকে একটি ‘প্রহসন’ হিসেবে উল্লেখ করে স্লোগান দেয় এবং পুনঃনির্বাচনের দাবি সম্বলিত ব্যানার বহন করে।

জিএস পদে জয়ী ছাত্রলীগের গোলাম রাব্বানী সাংবাদিকদের বলেছেন, “ইমোশনালি ম্যানুপুলেট করা হয়েছে।” তিনি বলেন, “আমরা ভিপি পদে পুনরায় নির্বাচন চাই।”

ছাত্রলীগ সকালে বিশ্ববিদ্যালয়ে অবরোধ করলে বিপাকে পড়ে ক্যাম্পাসে অবস্থিত উদয়ন ও ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। তাদেরকে ক্যাম্পাসে যেতে দেয়া হলেও রিকশা ও মোটরসাইকেলসহ যানবাহন আটকে দেয়া হয়।

উল্লেখ্য, ডাকসু নির্বাচনে মূল সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন কোটাসংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুর।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়