ফরমপূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, বিক্ষোভ
রাজশাহী: ফরমপূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে রাজশাহী কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।
এসময় কয়েকজন শিক্ষার্থী অধ্যক্ষের ওপর চড়াও হয়।
মঙ্গলবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১ টার দিকে রাজশাহী কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা ফরম পুরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ এনে মিছিল বের করে। এসময় কলেজের অধ্যক্ষ হবিবুর রহমান মিছিল বন্ধ করার জন্য সামনে গিয়ে দাঁড়ান। তিনি শিক্ষার্থীদের মিছিল না করে আলোচনা করার জন্য প্রস্তাব রাখলে কয়েকজন শিক্ষার্থী অধ্যক্ষের উপর চড়াও হন। এসময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রাজশাহী কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, “গত বছর ইংরেজি বিভাগের ফরম পূরণের ফি ছিল চার হাজার ছয়শ টাকা। এবার বাড়িয়ে করা হয়েছে পাঁচ হাজার সাতশ টাকা। এভাবে প্রতিটি বিভাগেই এক থেকে দেড় হাজার টাকা পর্যন্ত ফি বাড়ানো হয়েছে।
এ বিষয়ে শিক্ষার্থীরা অধ্যক্ষের কাছে গেলে অধ্যক্ষ ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে তারা মিছিল বের করলে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
রাজশাহী কলেজের অধ্যক্ষ হবিবুর রহমান বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফি-ই নেওয়া হচ্ছে। শিক্ষার্থীরা মিছিল বের করলে তাদের বোঝাতে সামনে গেলে কয়েকজন বখাটে ছেলে আমার ওপর চড়াও হয়। পরে তাদের বুঝিয়ে বললে তারা শান্ত হয়।”
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








