News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৪৮, ৩১ মার্চ ২০১৫
আপডেট: ০১:৩২, ২৯ অক্টোবর ২০২০

রাতের আঁধারে স্কুলের আসবাব বিক্রি!

রাতের আঁধারে স্কুলের আসবাব বিক্রি!

পাবনা: জেলার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের খৈরাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লোহা ও কাঠ দিয়ে তৈরি চেয়ার-বেঞ্চ রাতের আঁধারে বিক্রি করার অভিযোগ উঠেছে। অভিযোগের তীর খোদ স্কুল কমিটির সভাপতি ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের দাবি, “মিটিং করে রেজুলেশনের মাধ্যমে সেগুলো বিক্রি করা হয়েছে।”

অভিযোগে উঠেছে, নিয়ম-নীতির তোয়াক্কা না করে সম্প্রতি উপজেলার খৈরাস সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এসএম আব্দুল হান্নান ও স্কুলের প্রধান শিক্ষক করুণা খাতুন প্রায় ৪০ হাজার টাকায় দুশতাধিক চেয়ার-বেঞ্চ বিক্রি করে দেন।

বিষয়টি জানাজানি হলে এলাকার সচেতন অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে স্কুল পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হান্নান জানান, “আমরা ২২ মার্চ স্কুল পরিচালনা কমিটির সদস্য, এলাকার গণ্যমান্য ব্যাক্তিদের নিয়ে সভা করে এবং রেজুলেশনের মাধ্যমে চেয়ার-বেঞ্চ বিক্রি করার সিদ্ধান্ত নিই। এই চেয়ার-বেঞ্চ বিক্রিতে কোনো অনিয়ম করা হয়নি।”
 
উপজেলা শিক্ষা অফিসার বিষয়টি জানেন কি না এমন প্রশ্নের জবাবে সভাপতি আব্দুল হান্নান বলেন, “আগের শিক্ষা অফিসারকে বিষয়টি জানিয়েছিলাম, নতুন অফিসারের সাথে কথা হয়নি।”
 
খৈরাস সরকারি প্রাথমিক বিদ্যারয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করুণা খাতুন জানান, “কিছু ভাংড়ি লোহা বিক্রি করা হয়েছে। কোনো চেয়ার-বেঞ্চ বিক্রি করা হয়নি। আর সেগুলো রেজুলেশনের মাধ্যমে আমরা বিক্রি করেছি।”

তিনি আরও বলেন, “লোহা বিক্রির টাকা দিয়ে স্কুলের সামনে ফুল বাগান তৈরি ও শিক্ষকদের বসার জন্য নতুন চেয়ার বানানো হয়েছে। শিক্ষা অফিসার বিষয়টি জানেন।”
 
প্রধান শিক্ষক বিষয়টি শিক্ষা অফিসার জানেন বলে উল্লেখ করলেও এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল বাসার সামসুজ্জামান জানান, “খৈরাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চেয়ার-বেঞ্চ বিক্রির বিষয়টি আমার জানা নেই।”

ডিপিইও আরও বলেন, “স্কুল কর্তৃপক্ষ ইচ্ছা করলেই কোনো সম্পদ বিক্রি করতে পারেন না। উপজেলা প্রশাসনের নিলাম কমিটির মাধ্যমেই কেবল এ সকল জিনিস বিক্রি করা যাবে।”
 
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়